RR vs KKR: আবারও বৃষ্টি কাল হল নাইটদের, টসের পরও ভেস্তে গেল ম্যাচ, মঙ্গলবার বিপক্ষে শক্তিশালী SRH

আইপিএল ২০২৪ (IPL 2024) এর লিগপর্বের শেষের দিকটা যেন অভিশাপেই কাটছে। আবারও একটি ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির কারণে। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা…

আইপিএল ২০২৪ (IPL 2024) এর লিগপর্বের শেষের দিকটা যেন অভিশাপেই কাটছে। আবারও একটি ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির কারণে। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের (Rajasthan Royals vs Kolkata Knight Riders)। কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে গেল আজকের মূল্যবান ম্যাচটিও। কেকেআরের কাছে ম্যাচটি খুব মূল্যবান না হলেও, রাজস্থান রয়্যালসের কাছে এই ম্যাচটি ছিল দ্বিতীয় স্থান নিশ্চিত করার ম্যাচ।

আজকের ম্যাচটি মাঝে একবার শুরু হওয়ার আশা দেখা গিয়েছিল। তাই খুব তাড়াতাড়ি করে সুপার স্লপারের সাহায্যে মাঠটিকে প্রস্তুত করা হয়। এমনকি টসও হয়ে গিয়েছিল। কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রাত ১০:৪৫ থেকে ম্যাচ শুরু হতেই যাচ্ছিলো। ঠিক তার কিছু মিনিট আগেই ফের বৃষ্টি নামলো, আর এই কারণেই ভক্তদের ম্যাচ না দেখেই ফিরতে হলো।

নির্ধারিত সময়ের (১০:৫৬) মধ্যে আর বৃষ্টি না থামায়, আম্পায়ার ম্যাচ রেফারিরা নিজেদের মধ্যে আলোচনা করে দুই অধিনায়ককে মাঠে উপস্থিত করেন। তারপর রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং কেকেআরের অধিনায়ক শ্রেয়াস আইয়ার একে অপরের সাথে হাত মিলিয়ে ম্যাচটিকে এখানেই সমাপ্ত বলে জানান। যাই হোক, এই ম্যাচ ভেস্তে যাওয়ায় নিয়মানুসারে দুই দলকেই ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হল।

আর এই ১ পয়েন্টের সাথেই ২০ পয়েন্টের পাশাপাশি পয়েন্ট তালিকার প্রথম স্থানে এই মরশুমের লিগপর্ব শেষ করলো কেকেআর। অন্যদিকে ভাগ্যের পরিহাসের কারণে ১৭ পয়েন্ট হওয়া সত্ত্বেও, সানরাইজার্স হায়দ্রাবাদের থেকে নেট রানরেট কম থাকায় তৃতীয় স্থানে শেষ করতে হল রাজস্থানকে। উল্লেখ্য, আগামী ২১ মে আমেদাবাদে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলবে কেকেআর (KKR vs SRH)। অন্যদিকে, ২২ মে এলিমিনেটরে রাজস্থানের বিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RR vs RCB)।