RR vs LSG: সঞ্জু নয়, রবিচন্দ্রন অশ্বিন মতে লখনউ ম্যাচের অদৃশ্য হিরো এই খেলোয়াড়

গতকাল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস এর মধ্যে ম্যাচে সন্দীপ শর্মাকে ‘অদৃশ্য হিরো’ বাছলেন রবিচন্দ্রন অশ্বিন। বহুদিন ধরে আইপিএল খেললেও সেভাবে শিরোনামে আসেননি সন্দীপ…

গতকাল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস এর মধ্যে ম্যাচে সন্দীপ শর্মাকে ‘অদৃশ্য হিরো’ বাছলেন রবিচন্দ্রন অশ্বিন। বহুদিন ধরে আইপিএল খেললেও সেভাবে শিরোনামে আসেননি সন্দীপ শর্মা। যদিও তিনি প্রায় প্রতি ম্যাচেই ভালো পারফরম্যান্স করেন। কিন্তু তারকা খেলোয়াড়দের ভীড়ে বরাবরই পিছনে পড়ে গেছেন তিনি। গতকাল ম্যাচেও তিনি ১৪ তম ওভারে বল করতে এসেছিলেন। সেই সময় ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভারে ৬৫ রান দরকার ছিল লখনউয়ের। তবে ওই ওভারে মাত্র ৫ রান দেন সন্দীপ।

এছাড়া কেএল রাহুল (৫৮) ও নিকোলাস পুরানের (অপরাজিত ৬৪) বিপজ্জনক জুটিও ভাঙেন তিনি। এরপর ১৯তম ওভারে মাত্র ১১ রান দেন সন্দীপ, যেখানে শেষ দুই ওভারে লখনউয়ের প্রয়োজন ছিল ৩৮ রান। শেষমেষ রাজস্থান ২০ রানে ম্যাচটি জিতে নেয়।

এরপর ম্যাচ শেষে ইন্টারভিউ দিতে গিয়ে অশ্বিন বলেন, ‘সঞ্জু অফিসিয়ালি ম্যাচের সেরা হলেও, আমার কাছে সন্দীপ একজন অদৃশ্য হিরো। সে খুবই লড়াকু খেলোয়াড়। কখনও কখনও দক্ষতার চেয়ে লড়াই করা বেশি গুরুত্বপূর্ণ। এখন এক ওভারে দুটি বাউন্সার বোলিং করা যায় এবং এই পদক্ষেপ বোলারদের জন্য স্বস্তির।’

নিজের পারফরম্যান্স নিয়ে অশ্বিন জানান “প্রথম ওভারে অনেক রান দিয়েছিলাম। ম্যাচের বিভিন্ন পর্যায়ে বোলিং করেতে হয়েছে। তবে প্রথম ওভারে ১৫ রান দেওয়ার পরও শেষ তিন ওভারে ২০ রান দেওয়ার পাশাপাশি একটি উইকেটও তুলে নিয়ে দলকে জিততে সাহায্য করেছি।’