একনাগাড়ে ম্যাচ হেরে ছিটকে যাওয়ার দোড়গোড়ায় RCB, তবুও ভক্তদেরকে নতুন করে আশা দিলেন টিম ডিরেক্টর

আইপিএলে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলকে নিয়ে দর্শকদের মধ্যে প্রতি বছর উন্মাদনা লক্ষ্য করা যায়। তবে তারা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে…

আইপিএলে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলকে নিয়ে দর্শকদের মধ্যে প্রতি বছর উন্মাদনা লক্ষ্য করা যায়। তবে তারা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। এই বছরও বেঙ্গালুরু একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে সমর্থকদের হতাশ করেছে। তবে এখনই বেঙ্গালুরুর দল হাল ছেড়ে দিতে চাইছে না। এবার আসন্ন ম্যাচগুলি নিয়ে দলের অন্যতম পরিচালক মো বোবাত (Mo Bobat) মুখ খুললেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এই বছর আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচের মধ্যে ৬ টিতে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় একেবারে নিচে অবস্থান করছে। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএলের ইতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহ করে ইতিহাস তৈরি করলে। তবে হায়দ্রাবাদের ২৮৭ রান তাড়া করতে নেমে বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিস থেকে দিনেশ কার্তিক ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন।

এর ফলে বেঙ্গালুরু দ্বিতীয় ইনিংসে ২৬২ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এছাড়াও দলের হয়ে বিরাট কোহলি এখনও পর্যন্ত এই বছর আইপিএলে ৭ ম্যাচে মোট ৩৬১ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন‌‌। তবে বেঙ্গালুরুর দুর্বল বোলিং আক্রমণের জন্য ধারাবাহিকভাবে হার সমালোচনার মুখে ফেলেছে। এর মধ্যেই এবার দলের অন্যতম পরিচালক মো বোবাত সমর্থকদের আশার আলো দেখালেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা এখন টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে রয়েছি এবং আমরা লিগের পয়েন্ট তালিকায় যেখানে থাকতে চেয়েছিলাম এখন সেখানে নেই।”

মো বোবাত আরও বলেন, “এখন প্রতিটি ম্যাচকে আমাদের নকআউট ম্যাচগুলোর মতো দেখতে হবে। যদি আমরা পরবর্তী ৩-৪ টি ম্যাচ ধারাবাহিকভাবে জিততে পারি তাহলে ভক্তদের মধ্যে বিশ্বাস ফিরে আসবে এবং তাদের আমাদের প্রতি ভয় কেটে যাবে।” উল্লেখ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের পরবর্তী ম্যাচে ২১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে।