IPL 2024: পাওয়ারপ্লেতে ছক্কার বন্যা রোহিতের, মেরেছেন‌ এই দলের থেকেও বেশি‌ ছয়

আইপিএল (IPL 2024) মানেই বর্তমান দিনে বোলারদের থেকে ব্যাটারদের বেশি ভূমিকা। অতীতে বোলারদের ভূমিকাও ব্যাটারদের থেকে বেশি থাকলেও, বর্তমান দিনে ব্যাটারদের ভূমিকা সবকিছুকে ছাপিয়ে গেছে।…

আইপিএল (IPL 2024) মানেই বর্তমান দিনে বোলারদের থেকে ব্যাটারদের বেশি ভূমিকা। অতীতে বোলারদের ভূমিকাও ব্যাটারদের থেকে বেশি থাকলেও, বর্তমান দিনে ব্যাটারদের ভূমিকা সবকিছুকে ছাপিয়ে গেছে। সেটা অতীতের আইপিএলের থেকে বর্তমান আইপিএল মরশুমের ছক্কার সংখ্যা দেখলেই বোঝা যায়। যাই হোক, এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো পাওয়ারপ্লে তথা ১ থেকে ৬ ওভারের সংখ্যাকে নিয়ে।

চলতি আইপিএল এখন মাঝ পর্যায়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে একজন ক্রিকেটার হিসাবে পাওয়ারপ্লেতে সব থেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এখনো পর্যন্ত ৭ ম্যাচে ওপেন করে পাওয়ারপ্লের মধ্যে ১৩ টি ছক্কা হাঁকিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হিটম্যান। এবার আইপিএলে এখনো পর্যন্ত তার এই পরিসংখ্যানকে ছুঁতে পারেননি কোনো তারকায়। অন্যদিকে মোট ছক্কার দিক দিয়ে ১৮ টি ছক্কা মেরে পঞ্চম স্থানে রয়েছেন তিনি। যার মধ্যে ১৩ টি এসেছে পাওয়ারপ্লের মধ্যেই।

শুধুমাত্র একজন ক্রিকেটারই নন, আইপিএল ২০২৪ এর অন্যতম শক্তিশালী দল লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants) রোহিতের ব্যাক্তিগত পাওয়ারপ্লে ছক্কাকে এখনো পর্যন্ত ছুঁতে পারেনি। অথচ, তাদের দলে কুইন্টেন ডি কক, কেএল রাহুলের মতো ওপেনার থেকে শুরু করে দীপক হুডা, মারকাস স্টইনিসের মতো ক্রিকেটার রয়েছে টপ অর্ডারে। কিন্তু তারপরেও ৬ ম্যাচ খেলে তাদের পাওয়ারপ্লে তে ছক্কার সংখ্যা ১২ টি।

উল্লেখ্য, আইপিএল ২০২৪ এর সব দলের পাওয়ারপ্লে তে ছক্কার ভিত্তিতে সবথেকে পিছিয়ে রয়েছে লখনউ সুপার জায়েন্টস। এতটাই পিছিয়ে যে একজন ক্রিকেটারের পাওয়ারপ্লের ছক্কাকেও পিছনে ফেলতে পারেনি তারা৷ তবে রোহিত শর্মাও এই মুহূর্তে প্রশংসার যোগ্য। কারণ, আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে ফের নতুন করে ভারতীয়দের স্বপ্ন দেখাতে শুরু করে দিয়েছেন তিনি। এই ছক্কার নজির ছাড়াও এবার আইপিএলে সেঞ্চুরি করেছেন হিটম্যান।