RCB vs PBKS: গড়লেন কোহলি, ফিনিশিং দিলেন কার্তিক, শিখরদের হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় আরসিবির

রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে আইপিএল ২০২৪ (IPL 2024)। সপ্তদশ মরশুমের প্রথম থেকেই একের পর এক রোমহর্ষক ম্যাচ উপহার দিয়ে আসছে এই লিগ। আজ তেমনই এক ম্যাচের…

রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে আইপিএল ২০২৪ (IPL 2024)। সপ্তদশ মরশুমের প্রথম থেকেই একের পর এক রোমহর্ষক ম্যাচ উপহার দিয়ে আসছে এই লিগ। আজ তেমনই এক ম্যাচের সাক্ষী থাকলো বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। ষষ্ঠ ম্যাচে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ৪ উইকেটে হারিয়ে এই মরশুমের প্রথম জয় সংগ্রহ করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। যে সিদ্ধান্তের কারণে প্রথমে ব্যাটিং করতে হয় পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে পাঞ্জাব। যার মধ্যে সর্বাধিক রান আসে অধিনায়ক শিখর ধাওয়ানের ব্যাট থেকে। ৩৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি৷ অন্যদিকে প্রভসিমরান সিং, স্যাম কুরান, জিতেশ শর্মা এবং শশাঙ্ক সিংয়ের সহযোগিতায় ওইরকম সম্মানজনক স্কোরে পৌঁছায় পাঞ্জাব।

আরসিবিকে এই মরশুমের প্রথম জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ ওভারে ১৭৭ রান। যা তাড়া করতে নেমে প্রথম থেকেই হাত খুলে খেলতে দেখা যায় বিরাট কোহলিকে (Virat Kohli)। প্রথম ওভারেই স্যাম কুরানকে ৪ টি বাউন্ডারি হাঁকান তিনি। যদিও আজ অধিনায়ক ফাফের ব্যাট সেভাবে কথা বলেনি, মাত্র ৩ রান করেই কাগিসো রাবাডার শিকার হন তিনি। পরবর্তী ব্যাটসম্যান ক্যামেরন গ্রিনও ক্রিজে এসে মাত্র ৩ রান করে রাবাডার শিকার হন।

এরপর বিরাটের সাথ দিতে ক্রিজে আসেন রজত পতিদার। বিরাটের সাথে সাথ দিয়ে অনেকক্ষণ ক্রিজে সময় কাটালেও, ১৮ রান করে আউট হয়ে যান তিনি। তারপর ক্রিজে আসতে না আসতেই মাত্র ৩ রান করে হরপ্রীত ব্রারের বলে উইকেট হারান গ্লেন ম্যাক্সওয়েল। আজ বিরাটের সাথ দিতে অসমর্থ আরসিবির ব্যাটিং ইউনিট৷ এদিকে বিরাট ৭৭ রান করে ক্রিজে সেট থাকলেও, হার্শাল প্যাটেলের বলে উইকেট হারান তিনি পরবর্তী ব্যাটসম্যান অনুজ রাওয়াত আজ ১১ রানেই স্যাম কুরানের বলে উইকেট দিয়ে বসেন। এখান থেকে আরসিবির জয়ের সুযোগ কমতে থাকে৷ এমন সময়ে ক্রিজে আসেন দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং মহীপাল লোমরর। শেষমেষ এই জুটিই আরসিবি ২ পয়েন্ট পেতে সাহায্য করেন। আজ মাত্র ১০ বলে ২৮ রান করে ম্যাচ ফিনিশ করেন দীনেশ কার্তিক, অন্যদিকে লোমররও ৮ বলে ১৭ রান করে ক্রিজে অপরাজিত ছিলেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংস ম্যাচের স্কোরকার্ড (Royal Challengers Bengaluru vs Punjab Kings Match Scorecard):

পাঞ্জাব কিংস: ১৭৬/৬ (২০ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৭৮/৬ (১৯.২ ওভার)

ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৪ উইকেটে জয়লাভ করেছে।