RCB vs KKR: সময় বড় মহারণের, কেমন হবে KKR-এর একাদশ, বিরাটরা কেমন দল নিয়ে নামবেন? জানুন

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর দশম ম্যাচ। আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে ফাফ ডু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং…

আজ আইপিএল ২০২৪ (IPL 2024) এর দশম ম্যাচ। আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে ফাফ ডু প্লেসিসের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) এবং শ্রেয়াস আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এককথায়, এই ম্যাচটি দেখার জন্য অনেকদিন ধরেই অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আজ সন্ধ্যাতে সকলের অপেক্ষার অবসান ঘটবে।

২০০৮ সালে তথা আজ থেকে ১৬ বছর আগে এই চিন্নাস্বামী স্টেডিয়ামে এই দুই প্রতিপক্ষ আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়ে শুরু হয়েছিল আইপিএলের অভিযান শুরু। তারপর থেকে এই আরসিবি-কেকেআর মহারণ দিনে দিনে মানুষের উচ্ছ্বাসকে প্রলম্বিত করেছে। মানুষের উত্তেজনার কারণে এই দ্বৈরথের নাম হয়ে উঠেছে এল প্রিমিয়ারো। এই এল প্রিমিয়ারো তথা আরসিবি-কেকেআর দল দুটি এখনো পর্যন্ত একে অপরের মুখোমুখি হয়েছে ৩২ বার, যেখানে ১৮ বার জয় পেয়েছে কেকেআর এবং আরসিবিও ১৪ ম্যাচ জিতেছে।

এছাড়া আরসিবির হোমগ্রাউন্ড এই চিন্নাস্বামী স্টেডিয়ামে কেকেআরের একটি রেকর্ড চলেই আসছে বেশ কিছু বছর ধরে। এখানে শেষ ৫ বারে ৫ বারই আরসিবিকে হারিয়েছে কেকেআর। এবার আসা যাক, প্রথম একাদশের কথায়। কেমন হতে পারে আজ সন্ধ্যার উত্তেজনাপূর্ণ ম্যাচের উভয় দলের প্রথম একাদশ!

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ (Probable XI Of KKR):

ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং (ইম্প্যাক্ট), হার্ষিত রানা, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, সুয়াশ শর্মা (ইম্প্যাক্ট)।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ (Probable XI Of RCB):

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, মহীপাল লোমরর (ইম্প্যাক্ট), আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগার, মহম্মদ সিরাজ, যশ দয়াল (ইম্প্যাক্ট)।