Ruturaj Gaikwad: প্লে অফের জায়গা নিশ্চিত করতে হুঙ্কার চেন্নাই অধিনায়কের, সব দলকে দিয়ে দিলেন সতর্কতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ৬১তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)৫ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দলের এই জয়ে সিএসকে অধিনায়ক জানান,…

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ৬১তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)৫ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। দলের এই জয়ে সিএসকে অধিনায়ক জানান, এবার আর তার দল এই জয়ের ছন্দ থেকে বিচ্যুত হবে না। প্লে অফে জায়গা করে নিতে সিএসকে-কে এখনও তাদের শেষ ম্যাচ জিততে হবে। এতে করে ১৬ পয়েন্ট ও ভালো নেট রান রেটে প্লে অফে জায়গা নিশ্চিত করবে দলটি।

রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) ঘরের মাঠে ১০ বল থাকতে জয়টিকে একটি আশ্চর্যজনক অনুভূতি হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেন -“আমরা অবশ্যই এই পিচে খেলতে পছন্দ করব। এটা আমাদের স্পিনারদের গুরুত্বপূর্ণ করে তোলে। তবে বড় ছক্কা মারার ঝুঁকিও রয়েছে। চিপক স্টেডিয়ামের পিচে বলের গতি সবসময় সমস্যা তৈরি করে এবং রাজস্থান রয়্যালস দল ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে মাত্র ১৪১ রান করতে পারে।”

গায়কোয়াড ৪১ বলে অপরাজিত ৪২ রান করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বলেছিলেন, “একটি দল হিসাবে আমাদের স্ট্রোক খেলোয়াড় রয়েছে তাই আমার কাজ ছিল শেষ পর্যন্ত ক্রিজে থাকা। আজকের ম্যাচে তাদের সেরা পারফরমার এবং ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়া সিমরজিৎ সিং নেন তিন উইকেট।

অন্যদিকে সঞ্জু স্যামসন (Sanju Samson) বলেন, ”প্রতিপক্ষের মাঠে কী ধরনের পিচ পাওয়া যাবে তা অনুমান করা কঠিন, তাই আমরা ভেবেছিলাম আগে ব্যাট করাই ভালো বিকল্প। ওরা এখানে খেলতে অভ্যস্ত, তাই ওরা আরও ভাল জানত যে দ্বিতীয় ইনিংসে পিচ ধীরগতির হবে যখনে আমরা ভুল ভেবেছিলাম।”

রাজস্থান রয়্যালস বর্তমানে টানা তিন ম্যাচ হেরে প্লে অফের যোগ্যতা অর্জন করার জন্য চাপে রয়েছে। শেষ দুটি ম্যাচে ১টি জয় তাদের কোয়ালিফাই করাতে পারে। অন্যদিকে চেন্নাই ১৮ মে আরসিবির বিরুদ্ধে একটি কাল্পনিক নক আউট ম্যাচে নামবে, কোয়ালিফাই করার জন্য।