IPL 2024: ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা! রশিদ খানের সাথে ছেলেখেলা করে ধোনির মন জিতলেন রিজভি

আইপিএল ২০২৪-এর (IPL 2024) নিলামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ২০ বছর বয়সী আনক্যাপড খেলোয়াড় সমীর রিজভির (Sameer Rizvi) উপর বড় বিড করেছিল। ফ্র্যাঞ্চাইজিটি…

আইপিএল ২০২৪-এর (IPL 2024) নিলামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ২০ বছর বয়সী আনক্যাপড খেলোয়াড় সমীর রিজভির (Sameer Rizvi) উপর বড় বিড করেছিল। ফ্র্যাঞ্চাইজিটি ইউপি খেলোয়াড়কে ৮.৪ কোটি টাকায় স্বাক্ষর করেছিল। আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রথম ম্যাচে প্লেয়িং ইলেভেনে থাকলেও ব্যাট করার সুযোগ পাননি তিনি। কিন্তু গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৯তম ওভারে ৬ নম্বরে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের জার্সিতে প্রথমবার মাঠে নামেন রিজভি।

সমীর রিজভি যখন ক্রিজে আসেন, তখন বল ছিল রশিদ খানের হাতে। রশিদকে বর্তমানে বিশ্বের সেরা স্পিনার হিসেবে গণ্য করা হয়। কিন্তু তার বিরুদ্ধে আইপিএল কেরিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকান সমীর রিজভি। লেগ স্টাম্পের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি। পরের বলেই নেন দুই রান। এরপর ওভারের শেষ বলে এগিয়ে গিয়ে রশিদকে লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান তিনি।

সমীর রিজভির ব্যাটিংয়ে মুগ্ধ মহেন্দ্র সিং ধোনিও। ছক্কার পর ক্যামেরা যখন ধোনির দিকে যায়, ড্রেসিংরুমে বেশ খুশিই দেখাচ্ছিল তাকে। চেন্নাইয়ের ইনিংসের শেষ ওভারে মোহিত শর্মার শিকার হন সমীর রিজভি। আউট হওয়ার আগে মাত্র ৬ বলে ১৪ রান করেন তিনি।