SRH vs GT: আজও বৃষ্টি ভেস্তে দিল ম্যাচ, বিনা খেলেই প্লে অফে কোয়ালিফাই করল কামিন্সের SRH

আজ বৃষ্টির কারণে ভেস্তে গেল আরও একটি আইপিএল (IPL 2024) ম্যাচ। এবছর আইপিএলে দ্বিতীয়বার ঘটলো এমনটা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হওয়ার…

আজ বৃষ্টির কারণে ভেস্তে গেল আরও একটি আইপিএল (IPL 2024) ম্যাচ। এবছর আইপিএলে দ্বিতীয়বার ঘটলো এমনটা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স (Sunrisers Hyderabad vs Gujarat Titans)। যাই হোক, আজ আইপিএল ইতিহাসে এই প্রথমবার বৃষ্টির কারণে হায়দ্রাবাদের ম্যাচ ভেস্তে গেল, এর আগে এমনটা কখনো ঘটেনি।

কিন্তু আজ আবহাওয়া জনিত কারণে খেলা না হওয়ায় দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হল এবং এর সাথেই পয়েন্ট তালিকায় ১৫ পয়েন্টের পাশাপাশি তৃতীয় স্থানে উঠে গেল হায়দ্রাবাদ। অন্যদিকে এই বৃষ্টির কারণে অফিসিয়ালভাবে প্লে অফে জায়গাও নিশ্চিত করলো প্যাট কামিন্সরা (Pat Cummins)। এরপরেও আরও একটি ম্যাচ বাকি রয়েছে হায়দ্রাবাদের। আগামী ১৯ মে দুপুরের খেলায় পাঞ্জাব কিংসের (SRH vs PBKS) মুখোমুখি হবে তারা। অন্যদিকে এবার আইপিএলে গ্রুপপর্বে গুজরাটের শেষ দুই ম্যাচই বৃষ্টির কারণে বিনা ফলাফলে বাতিল করা হল।

আজ হায়দ্রাবাদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম থেকেই বৃষ্টি এবং আবহাওয়া জনিত কারণে টসের সময় পেছেনো হয়েছিল। এমনকি বৃষ্টি থেমে যাওয়ায় ৮ টায় টস এবং ৮:১৫ তে ম্যাচ চালু হওয়ায় সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওইসময়ে ফের ভারী বৃষ্টি হওয়ায় ভক্তদের অপেক্ষার মেয়াদ আরও বাড়াতে হয়। এরপরে ভারী বৃষ্টি থেকে শুরু করে অল্প বৃষ্টি চলেই যাচ্ছিলো, যার কারণে ম্যাচটি শুরু হওয়ার আর কোনো আশায় দেখা যায়নি।

অবশেষে রাত ১০:৩০ টা পর্যন্ত ম্যাচ শুরুর শেষ সময় দেওয়া হয়েছিল। যদি তার ৩০-৪০ মিনিট আগে বৃষ্টি থেমে যেতো, তাহলে নিশ্চিতভাবে ৫ ওভারের খেলা দেখতে পেতেন ভক্তরা। কিন্তু শেষমেষ ১০:০০ এর দিকেও ছিটে ফোটা বৃষ্টি হওয়ায় আর হাতে সময় বেশি নেই দেখে দুই দলের অধিনায়ককে এক স্থানে উপস্থিত করা হয়। দুই দলের অধিনায়ক প্যাট কামিন্স এবং শুভমান গিল (Shubman Gill) একে অপরের সাথে হাত মিলিয়ে ম্যাচটিকে এখানেই পরিত্যক্ত বলে ঘোষণা করেন।