Suresh Raina: ক্রিকেট ছাড়লেও যায়নি জোর, ২০০ স্ট্রাইকরেটে বিধ্বংসী ইনিংস মিস্টার আইপিএলের

কথায় আছে সিংহ বয়স্ক হয়ে গেলেও শিকার করতে ভোলে না। কিন্তু বাইশ গজে সেই কথা একেবারেই বিদ্যমান। আমরা ইতিমধ্যে অনেক কিংবদন্তিকে দেখেছি, যারা বয়স্ক হয়ে…

কথায় আছে সিংহ বয়স্ক হয়ে গেলেও শিকার করতে ভোলে না। কিন্তু বাইশ গজে সেই কথা একেবারেই বিদ্যমান। আমরা ইতিমধ্যে অনেক কিংবদন্তিকে দেখেছি, যারা বয়স্ক হয়ে যাওয়ার পরেও তাদের পারফরমেন্সের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি৷ আজ সেরকমই এক ঝলক দেখা গেছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সুরেশ রায়নার (Suresh Raina) ব্যাট থেকে।

সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত লেজেন্ডস ক্রিকেট ট্রফিতে (Legends Cricket Trophy 2024) খেলছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। সেখানে দিল্লি ডেভিলস দলকে নেতৃত্বের দায়িত্ব রয়েছে রায়নার কাঁধে। আজ রাজস্থান কিংসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে একা হাতে দায়িত্ব নিয়ে, দলকে বড় জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। রায়নার এই ইনিংস তার বয়সকেও হার মানাচ্ছে। আজ তার ইনিংসে মুগ্ধ তার সকল ভক্তরা এবং ক্রিকেটপ্রেমীরা।

আজ রবিন উথাপ্পার (Robin Uthappa) দল রাজস্থান কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন সুরেশ রায়নারা। এই ম্যাচেই মাত্র ৩৯ বলে ৭৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস আসে রায়নার ব্যাট থেকে। রায়নার এই ইনিংসে সামিল ছিল ৮ টি বাউন্ডারি এবং ৫ টি ছক্কা। ২০২.৫৬ -এর স্টাইকরেটে আজ ব্যাট করেছেন প্রাক্তন ভারতীয় তথা প্রাক্তন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের অলরাউন্ডার।

একসময় আইপিএলে সবথেকে বেশি রানের মালিক হওয়ায় মিঃ আইপিএল নামের আখ্যা পেয়েছিলেন রায়না। এখন ৩৭ বছর বয়সী হলেও, সেই সমস্ত পেশাদারি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে এনেছেন তিনি৷ কিন্তু প্রতিটি কিংবদন্তিদের টুর্নামেন্টেই অংশগ্রহণ করেন তিনি৷ ঠিক সেরকমই লেজেন্ডস ক্রিকেট ট্রফিতেও রায়না অংশগ্রহণ করেছেন, শুধু অংশগ্রহণ করেছেন তাই নয়, মাত্র তিন ম্যাচ খেলে ১৬৩ রানও করেছেন তিনি। আজ ৭৯ রান এসেছে তার ব্যাট থেকে। এছাড়াও যুবরাজ সিংদের বিরুদ্ধে কয়েকদিন আগেই ৫০ রান করতে দেখা গিয়েছিল রায়নাকে।