Taskin Ahmed: ঘুমের কারণে মিস করেছিলেন ভারতের বিরুদ্ধে ম্যাচ, চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই অস্বীকার করলেন তাসকিন

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় প্রতিটি দল প্রাথমিক গ্ৰুপ পর্ব থেকে দুরন্ত লড়াই করে রীতিমতো চমক দিয়েছিল। এর সঙ্গেই বাংলাদেশের মতো দল টুর্নামেন্টে প্রথমবার সুপার…

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় প্রতিটি দল প্রাথমিক গ্ৰুপ পর্ব থেকে দুরন্ত লড়াই করে রীতিমতো চমক দিয়েছিল। এর সঙ্গেই বাংলাদেশের মতো দল টুর্নামেন্টে প্রথমবার সুপার ৮-এ জায়গা করে নেয়। তবে এই পর্বে তারা একটি ম্যাচেও জয় তুলে নিতে পারেনি। অন্যদিকে সুপার ৮-এ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার বাহিনী তাদের সহ অধিনায়ক তাসকিন আহমেদকেই একাদশে জায়গা দেয়নি। এই গুরুত্বপূর্ণ পেসারের দলে না থাকার কারণ হিসাবে এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮-এর গ্রুপ ১-এ বাংলাদেশ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের সঙ্গে জায়গা করে নিয়েছিল। ফলে ২২ জুন টাইগার বাহিনী নর্থ সাউন্ডে ব্লু ব্রিগেডদের বিপক্ষে মাঠে নামে। এই ম্যাচে ভারতীয় দল ৫০ রানের একটি বিশাল জয় তুলে নেয়। তবে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশের একাদশে তাসকিন আহমেদ অনুপস্থিত ছিলেন। তার বদলে একাদশে জাকের আলিকে নিয়ে আসা হয়। কিন্তু ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাসকিন আহমেদের মতো অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় অনেকেই অবাক হয়েছিলেন।

এবার এক সাক্ষাৎকারে বাংলাদেশের এই অন্যতম পেসার জানান ম্যাচে দিন তিনি ঘুমিয়ে পড়ার কারণে টিম বাস ধরতে পারেননি। তিনি বলেন,”আমার একটু দেরি হয়ে গিয়েছিল কিন্তু আমি টসের আগে মাঠে পৌঁছেছিলাম। আমি টসের প্রায় ৩০-৪০ মিনিট আগে মাঠে পৌঁছাই। টিম বাস সকাল ৮.৩৫ মিনিটে হোটেল থেকে ছাড়ে। আমি সকাল ৮.৪৩ মিনিটে মাঠের দিকে রওনা হই। আমি দেরিতে পৌঁছেছি বলে তারা আমাকে বাছাই করেনি বলে মনে হয় না। আমি দলের ভারসাম্যের জন্য ওইদিন একাদশে ছিলাম না।”

অন্যদিকে সাকিব আল হাসান জানান তাসকিন আহমেদ মাঠে আসতে দেরি করেছিলেন বলেই তাকে একাদশে জায়গা দেওয়া হয়নি। তিনি বলেন, “সাধারণত একটি নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে যায়। টিম বাস কারো জন্য অপেক্ষা করে না এটাই নিয়ম। তাসকিন আহমেদ টসের ৫-১০ মিনিট আগে এসে পৌঁছেছিলেন। তাই স্বাভাবিকভাবেই দলের কর্মকর্তাদের জন্য তাকে নির্বাচন করা কঠিন ছিল। তাসকিন দলের কাছে এই বিষয়ে ক্ষমা চেয়েছেন এবং সবাই এটাকে খুব সাধারণভাবে নিয়েছে কারণ এটা একটা অনিচ্ছাকৃত ভুল ছিল।”