টি-২০ বিশ্বকাপের জন্য নিশ্চিত হল এই‌ দশজন প্লেয়ার, সুযোগ পান্থের, নাম নেই রিঙ্কুর

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) আইসিসির অন্যতম জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে। বর্তমানে চলমান আইপিএলের পারফরমেন্সের ওপর ভিত্তি করে এই টুর্নামেন্টের জন্য বিসিসিআই…

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) আইসিসির অন্যতম জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট হতে চলেছে। বর্তমানে চলমান আইপিএলের পারফরমেন্সের ওপর ভিত্তি করে এই টুর্নামেন্টের জন্য বিসিসিআই (BCCI) ক্রিকেটারদের নির্বাচন করতে চাইছে। তবে এই দলে তরুণ ক্রিকেটারদের বেশি সুযোগ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এবার এর মধ্যেই বিশ্বকাপের ভারতীয় দলের সম্ভাব্য ১০ ক্রিকেটারদের নাম সামনে এল।

বহু প্রতীক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এই বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলেছে। ২ জুন মার্কন যুক্তরাষ্ট্র এবং কানাডার ম্যাচের মধ্যে দিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হবে। ভারতীয় দল এই বছর বিশ্বকাপে গ্ৰুপ ‘এ’-তে কানাডা, আয়ারল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সাথে জায়গা করে নিয়েছে। ব্লু বিগ্রেডরা এর টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৫ জুন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।

পাকিস্তানের বিপক্ষে ভারতের হাইভোল্টেজ ম্যাচটি ৯ জুন আয়োজন করা হয়েছে। ফলে এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগেই বিসিসিআইয়ের নির্বাচকরা আইপিএলের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ইতিমধ্যেই কয়েকজন ক্রিকেটারকে তালিকায় যুক্ত করে নিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ১ মে। তার আগে বিসিসিআই ২৭ অথবা ২৮ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত দল প্রকাশ করতে পারে। দৈনিক জাগরণের সূত্র অনুযায়ী এই দলের সম্ভাব্য ১০ জন ক্রিকেটারের নাম সামনে এসেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে রোহিত শর্মা (Rohit Sharma) নেতৃত্ব দেবেন। অনেক আগেই বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই বিষয় নিশ্চিত করেছেন। এছাড়াও বিরাট কোহলি (Virat Kohli) এই বছর আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৩৬১ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন। ফলে ভারতীয় এই তারকা ব্যাটসম্যান নিশ্চিত ভাবেই বিশ্বকাপে জায়গা করে নেবেন। এছাড়াও বাকি সম্ভাব্য ক্রিকেটাররা হলেন সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া।