তিনজন প্লেয়ার যারা হঠাৎ করে টি-২০ বিশ্বকাপের দলে সারপ্রাইস এন্ট্রি নিতে পারেন

টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে চলমান আইপিএলে এখন ক্রিকেটাররা দুরন্ত পারফরম্যান্স করে সমর্থকদের মুগ্ধ করছেন। এর সঙ্গেই চলমান টুর্নামেন্টকেই বিশ্বকাপের শেষ প্রস্তুতি…

টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে চলমান আইপিএলে এখন ক্রিকেটাররা দুরন্ত পারফরম্যান্স করে সমর্থকদের মুগ্ধ করছেন। এর সঙ্গেই চলমান টুর্নামেন্টকেই বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসাবে দেখা হচ্ছে। তবে টি টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের ক্ষেত্রে সম্ভবত বিসিসিআই খুব বেশি পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে চাইছে না। কিন্তু এই বছর আইপিএলে অসাধারণ পারফরমেন্স করে কয়েকজন ক্রিকেটার আবার ভারতীয় টি টোয়েন্টি দলে ফিরে আসতে পারেন। এইরকম ৩ জন ক্রিকেটারদের নিয়ে এখনে আলোচনা করা হলো।

১) ঈশান কিষাণ (Ishan Kishan)

ঈশান কিষাণ মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম বিধ্বংসী একজন ব্যাটসম্যান‌। তিনি দীর্ঘদিন ধরে আইপিএলে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন। তবে সাম্প্রতিক সময় ঈশানের সঙ্গে বিসিসিআইয়ের মতবিরোধ হওয়ায় তাকে জাতীয় দলের চুক্তির বাইরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ঈশান হার মানেননি চলমান আইপিএলে ব্যাট হাতে দুরন্ত ফর্মে নির্বাচকদের বার্তা দিচ্ছেন। তিনি গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৩৪ বলে ৭ টি চার এবং ৫ টি ছয়ের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে ৬৯ রান করেন। ফলে ঋষভ পান্থ, কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ দলের জন্য উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে এগিয়ে থাকলেও ঈশান কিষাণ আবার ব্লু ব্রিগেডদের হয়ে ফিরে আসতে পারেন।‌

২) দীনেশ কার্তিক (Dinesh Karthik)

দীনেশ কার্তিক ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ একজন ব্যাটসম্যান। তিনি দীর্ঘদিন জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করছেন। ভারতীয় এই ব্যাটসম্যান ২০২২ আইপিএলে অসাধারণ পারফরমেন্স করে সেই বছর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩ বছর পর জাতীয় দলে ফিরে এসেছিলেন। কিন্তু দীনেশ কার্তিক সাম্প্রতিক সময়ে জাতীয় দলের চিন্তাভাবনার বাইরে আছেন। তবে এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি ফিনিশার হিসাবে আইপিএলে আবার নিজের পুরনো ছন্দে পারফরমেন্স করছেন। গতকাল কার্তিক মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই টুর্নামেন্টে ২৩ বলে ৫ টি চার এবং ৪ টি ছয়ের মাধ্যমে দুরন্ত ৫৩ রান করেছেন। ফলে এই ব্যাটসম্যানের আবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

৩) যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)

যুজবেন্দ্র চাহাল ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের অন্যতম। তবে এই তারকা স্পিনার প্রায় ১ বছর জাতীয় দলের বাইরে আছেন। কিন্তু এই বছর আইপিএলে তিনি আবার বিধ্বংসী ফর্মে বোলিং করছেন। বর্তমানে এই টুর্নামেন্টে চাহাল এবং জসপ্রিত বুমরাহ ৫ ম্যাচে ১০ উইকেট সংগ্রহ করে শীর্ষস্থানে আছেন। ফলে তিনি যদি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেন তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে তার ফিরে আসার সম্ভাবনা খুবই উজ্জ্বল বলে বিশেষজ্ঞরা মনে করছেন।