তিনজন ভারতীয় প্লেয়ার যাদের ম্যাক্সওয়েলের মত আইপিএল থেকে ছোটো ব্রেক‌ নেওয়া উচিত বিশ্বকাপে ফিট থাকার জন্য

এই বছর আইপিএলের (IPL 2024) উদ্বোধনী ম্যাচ ২২ মার্চ অনুষ্ঠিত হয় এবং আগামী ২৬ মে ফাইনাল ম্যাচে আয়োজন করা হয়েছে। ফলে ১ মাসের বেশি সময়…

এই বছর আইপিএলের (IPL 2024) উদ্বোধনী ম্যাচ ২২ মার্চ অনুষ্ঠিত হয় এবং আগামী ২৬ মে ফাইনাল ম্যাচে আয়োজন করা হয়েছে। ফলে ১ মাসের বেশি সময় ধরে এই টুর্নামেন্টে মোট ৭৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু আইপিএল শেষ হওয়ার ১ সপ্তাহ পরেই আইসিসির অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে চলেছে। ফলে আইপিএলের ব্যস্ততা অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত করে দিতে পারে। এই বিষয়টি মাথায় রেখে এবার অস্ট্রেলিয়ান অন্যতম অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে কয়েকজন ভারতীয় তারকা ক্রিকেটারকেও টি-টোয়েন্টি বিশ্বকাপে মনোনিবেশ করার জন্য চলমান আইপিএল থেকে বিরতি নেওয়া উচিত। এইরকম ৩ জন ক্রিকেটারদের নিয়ে এখানে আলোচনা করা হল।

১) রোহিত শর্মা (Rohit Sharma)

মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এই বছর আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান প্রমাণ করেছেন যে তিনি এখনও টি-টোয়েন্টি ক্রিকেটে ফুরিয়ে যাননি। এখনও পর্যন্ত রোহিত এই বছর আইপিএলে ৬ ম্যাচে ১ টি শতরানের সঙ্গে ২৬১ রান সংগ্রহ করে করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় চতুর্থ স্থানে আছেন। ভারতীয় এই তারকা ব্যাটসম্যান এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ফলে মানসিক এবং শারীরিকভাবে সতেজ থাকতে রোহিত শর্মার আইপিএল থেকে বিশ্রাম নেওয়া উচিত।

২) জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)

জসপ্রীত বুমরাহ এই মুহূর্তে ভারত সহ বিশ্বের অন্যতম তারকা পেসার। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন। এখনও পর্যন্ত চলমান টুর্নামেন্টে জসপ্রীত বুমরাহ ৬ ম্যাচে মোট ১০ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তবে অতীতে বহুবার বুমরাহয়ের চোট সমস্যা অনেক সময় বিসিসিআইকে চিন্তার মধ্যে ফেলেছে। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় এই পেসারকে আইপিএল থেকে বিরতি নিয়ে নিজেকে সম্পূর্ণ সুস্থ রাখা দরকার বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

৩) বিরাট কোহলি (Virat Kohli)

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বর্তমানে চলমান আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। বিরাট কোহলি এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১ টি দুরন্ত শতরানের সঙ্গে মোট ৩৬১ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে আছেন। ফলে এই ক্রিকেটারের সম্পূর্ণভাবে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা খুবই প্রয়োজন। তাই চলমান আইপিএলে আরসিবির ম্যাচের চাপ থেকে বিরাট কোহলির সরে দাঁড়ানো উচিত।