শেষ রোহিত-বিরাট যুগ, দেখুন ৩টি ওপেনিং জুটি যারা এবার টি-২০ তে ভারতের হয়ে ওপেন করতে পারে

ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর আবারও নিজেদের কেবিনেটে ট্রফি হাজির করেছে ভারতীয় দল। আর…

ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর আবারও নিজেদের কেবিনেটে ট্রফি হাজির করেছে ভারতীয় দল। আর চ্যাম্পিয়ন হতে না হতেই আনন্দের সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। তবে এখন দেখার রোহিত এবং বিরাট দুই কিংবদন্তি একসাথে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায়, আগামী দিনে কোন জুটিকে দেখা যেতে পারে ওই জায়গায়। রইলো তিনটি বিকল্প।

১. শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল:

ভারতীয় টি-টোয়েন্টি দলের পরবর্তী ওপেনিং জুটি হিসাবে দেখা যেতে পারে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালকে। যেহেতু ভারতীয় দল সবসময়ই ডান-হাতি এবং বাঁ-হাতি কম্বিনেশন খোঁজে। সেই দিকে তাকিয়ে এমনটাই হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর থেকে ইতিমধ্যেই নিজেদের প্রতিভা তুলে ধরেছেন এই দুইজন তরুণ।

২. শুভমান গিল এবং অভিষেক শর্মা:

এবার আইপিএলে অভিষেক শর্মা ওপেনে নেমে পাওয়ারপ্লেতে যেমন খেলার নজির দেখিয়েছেন, সেইদিক থেকে দেখতে গেলে ডান-হাতি ওপেনার শুভমান গিলের সাথে ওপেনার হিসাবে ক্রিজে আসতে পারেন অভিষেক শর্মা। এছাড়া অভিষেক শর্মা স্পিনের আদর্শ পিচে ৪ ওভার বোলিংও করতে পারবেন। সেই কথা ভেবে আগামীদিনে শুভমান গিল এবং অভিষেক শর্মাকে ওপেনিং জুটি হিসাবে বাছাই করতে পারে ভারতীয় দল।

৩. রুতুরাজ গায়কোয়াড এবং যশস্বী জয়সওয়াল:

চেন্নাই সুপার কিংসের সম্প্রতি অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডকেও রাখা হয়েছে ওপেনারের সম্ভাব্য তালিকায়। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪০ এর স্টাইকরেটে ৫০০ রান করেছেন তিনি। সুতরাং, শুভমান গিলকে ৩ নম্বরে সুযোগ দিয়ে রুতুরাজ এবং যশস্বীকে আগামীদিনের ওপেনার হিসাবে দেখতে পারে ভারতীয় দল।