Rohit Sharma: মেগা‌ নিলামে উপলব্ধ থাকলেও, তিনটি দল যারা রোহিত শর্মার উপর বিড না করতেও পারে

সূত্রের খবর অনুযায়ী, আসন্ন মরশুমের মেগানিলামের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত শর্মা। সুতরাং, এই খবর যদি সত্যি হয়, তাহলে প্রত্যেকটি দলের চেষ্টা থাকবে রোহিত শর্মাকে দলে নেওয়ার।

আসছে বছরে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল মেগানিলাম। আর এই মেগানিলামের দিকেই তাকিয়ে থাকে আইপিএল অংশগ্রহণকারী প্রত্যেকটি দল। এদিকে আসন্ন মরশুমে মেগানিলামে দলগুলির জন্য থাকছে বিরাট সুখবর। সূত্রের খবর অনুযায়ী, আসন্ন মরশুমের মেগানিলামের আগেই মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন রোহিত শর্মা। সুতরাং, এই খবর যদি সত্যি হয়, তাহলে প্রত্যেকটি দলের চেষ্টা থাকবে রোহিত শর্মাকে দলে নেওয়ার। কিন্তু এই প্রতিবেদনে আমরা দেখবো এমন তিনটি দলকে, যারা রোহিত শর্মার লক্ষ্যে নিলামে নাও যেতে পারে।

১. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:

আরসিবির একজন ওপেনার এবং অধিনায়কের প্রয়োজন। সেদিক থেকে দেখলে রোহিত শর্মা ওই জায়গায় পুরোপুরি ফিট হতেন। কিন্তু দুইজন বয়স্ক ওপেনার একসাথে নামাটা তাদের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়াও একই দলে দুই ভারতীয় সুপারস্টারকে নেওয়াটা দলের ভারসাম্যে প্রভাব ফেলতে পারে৷ অন্যদিকে জানা যাচ্ছে, আরসিবি তাদের স্থানীয় ক্রিকেটার কেএল রাহুলের দিকে অলআউট যেতে পারে।

২. রাজস্থান রয়্যালস:

উপরিউক্ত তালিকার অন্তর্ভুক্ত রয়েছে রাজস্থান রয়্যালস। আসলে রাজস্থানের কাছে যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের দুই বিধ্বংসী ওপেনার রয়েছেন। সেই কম্বিনেশন ভেঙ্গে রোহিত শর্মাকে দলে নেওয়াটা তাদের জন্য খুবই কঠিন কাজ হবে। এছাড়া তাদের কাছে সঞ্জু স্যামসনের মতো একজন প্রতিভাবান অধিনায়কও রয়েছে।

৩. কলকাতা নাইট রাইডার্স:

কেকেআরের কাছে ইতিমধ্যেই একটা দারুণ ওপেনিং জুটি রয়েছে। তারা মেগানিলামে সুনীল নারিনকে ধরে রাখবে এইটুকু প্রায় নিশ্চিত, অন্যদিকে নিলামে ফিল সল্টের দিকে যেতে পারে। তাকে দলে নিলে উইকেটরক্ষক এবং ওপেনিং দুটি প্রধান সমস্যায় কাটবে কেকেআরের। সেদিক থেকে দেখলে রোহিত শর্মার দিকে না যেতে পারে কেকেআর। এছাড়াও তাদের কাছে দলকে শিরোপা এনে দেওয়া অধিনায়ক শ্রেয়াস আইয়ার রয়েছেন। সুতরাং, তাদের অধিনায়কেরও প্রয়োজন নেই।