তিনজন প্লেয়ার যারা ধোনি-কার্তিকদের আন্তর্জাতিক অভিষেকের পরে জন্মেছেন কিন্তু একবছর IPL খেলছেন

বর্তমানে ক্রমবর্ধমান ক্রিকেটের জনপ্রিয়তা এবং প্রতিযোগীতার কারণে অধিকাংশ ক্রিকেটার ধারাবাহিকভাবে নিজেদের ক্রিকেট জীবন দীর্ঘায়িত করতে পারছেন না। তবে এই বছর আইপিএলে (IPL 2024) এমন বেশকিছু…

বর্তমানে ক্রমবর্ধমান ক্রিকেটের জনপ্রিয়তা এবং প্রতিযোগীতার কারণে অধিকাংশ ক্রিকেটার ধারাবাহিকভাবে নিজেদের ক্রিকেট জীবন দীর্ঘায়িত করতে পারছেন না। তবে এই বছর আইপিএলে (IPL 2024) এমন বেশকিছু ক্রিকেটার আছেন যারা উদ্বোধনী মরসুম ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আসছেন। তাদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং দীনেশ কার্তিক (Dinesh Karthik) অন্যতম। অন্যদিকে ভারতীয় দলের অন্যতম সফল অধিনায়ক ধোনি ২০০৪ সালে ২৩ ডিসেম্বর এবং দীনেশ কার্তিক একই বছর ৫ সেপ্টেম্বর জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন। ফলে এই বছর আইপিএলে এমন ৩ জন তারকা ক্রিকেটার অংশগ্রহণ করছেন যারা ধোনি এবং দীনেশ কার্তিকের ভারতীয় দলে অভিষেকের পরে জন্মগ্রহণ করেছেন। এই ক্রিকেটারদের নিয়ে এখানে আলোচনা করা হল।

১) অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)

কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান অঙ্গকৃশ রঘুবংশী এই বছর আইপিএলে সকলের নজর কেড়েছেন। তিনি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক ম্যাচে দুরন্ত অর্ধশতরান করেন। অঙ্গকৃশ নিতীশ রানার পরবর্তীতে মাঠে নেমে এই ম্যাচে মাত্র ২৭ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং দীনেশ কার্তিকের জাতীয় দলে অভিষেক হওয়ার পর ২০০৫ সালের ৫ জুন জন্মগ্রহণ করেন।

২) নূর আহমেদ (Noor Ahmad)

আফগানিস্তানের তরুণ লেগ-স্পিনার নূর আহমেদ গত বছর আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে অভিষেক করেছিলেন। এই বছর আইপিএলেও তিনি দুরন্ত পারফরম্যান্স করছেন। এখনও পর্যন্ত নূর আহমেদ এই টুর্নামেন্টে ১৭ ম্যাচে মোট ১৯ টি উইকেট সংগ্রহ করেছেন।তবে এই ক্রিকেটারও ৩ জানুয়ারি ২০০৫ সালে মহেন্দ্র সিং ধোনি এবং দীনেশ কার্তিকের ভারতীয় দলে অভিষেক হওয়ার পর জন্মগ্রহণ করেছিলেন।

৩) কোয়েনা মাফাকা (Kwena Maphaka)

এই বছর আইপিএলে অংশগ্রহণকারী সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসাবে কোয়েনা মাফাকা অন্যতম। তিনি এই বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন। ফলে এই টুর্নামেন্টে মাফাকা প্লেয়ার অফ দ্যা সিরিজের পুরস্কার জয় করে সকলকে মুগ্ধ করেন। তারপরেই মুম্বাই ইন্ডিয়ান্স এই বছর আইপিএলে এই তরুণ প্রতিভাকে জায়গা করে দেয়। এখন মাফাকার বয়স মাত্র ১৮ বছর। তিনি ৮ এপ্রিল ২০০৬ সালে জন্মগ্রহণ করেন যার ২ বছর আগে মহেন্দ্র সিং ধোনি এবং দিনেশ কার্তিক ভারতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন।