Vinesh Phogat: টানা তিন ম্যাচ জিতে ফাইনালে অগ্নিকন্যা ভিনেশ, পদক নিশ্চিত করলেও লক্ষ্য শুধু সোনা

প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়া থেকে মাত্র একটি জয় দূরে ভিনেশ ফোগাট। মহিলাদের কুস্তি প্রতিযোগিতার ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন ২৯ বছরের ভিনেশ ফোগাট। এভাবেই অলিম্পিকে…

Vinesh Phogat Beat Yusneylis Guzman Lopez In Semifinal And Through To Paris Olympics 2024 Finals

প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়া থেকে মাত্র একটি জয় দূরে ভিনেশ ফোগাট। মহিলাদের কুস্তি প্রতিযোগিতার ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন ২৯ বছরের ভিনেশ ফোগাট। এভাবেই অলিম্পিকে প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে সোনা জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে ভিনেশ ফোগাটের সামনে।

সেমিফাইনালে তিনি তার কিউবান প্রতিদ্বন্দ্বী কুস্তিগীর ইউসনেলিস গুজম্যান লোপেজকে একতরফা কায়দায় ৫-০ ব্যবধানে পরাজিত করেন। অলিম্পিকে প্রথমবার ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভিনেশ। এর আগে তিনি ৫৩ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতেন। অলিম্পিক বাদে সব বড় খেলাতেই পদক রয়েছে ভিনেশের।

এর মধ্যে রয়েছে কমনওয়েলথ গেমসে স্বর্ণ, এশিয়ান গেমসের শিরোপা, দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ব্রোঞ্জ এবং আটটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদক। তবে রিও ও টোকিও অলিম্পিকে পদক জিততে পারেননি তিনি। ২৯ বছর বয়সী ভিনেশ ফোগাট গত বছর কুস্তি থেকে বেশ কিছুটা দূরে ছিলেন, যিনি প্রাক্তন কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ সিং শরণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন।

তবে এখন সমস্ত সমালোচনার জবাব দিয়ে দেশকে মেডেল এনে দিতে বদ্ধপরিকর তিনি। উল্লেখ্য লোপেজকে হারিয়ে ফাইনালে ওঠায় তিনি ভারতের জন্য ইতিমধ্যেই পদক নিশ্চিত করে ফেলেছেন। তবে তিনি যেভাবে খেলছেন তাতে ফোগাট একমাত্র স্বর্ণপদকেই সন্তুষ্ট হবেন বলে মনে হচ্ছে।