Virat Kohli: ম্যাচ এক, রেকর্ড অনেক, অর্ধশতরান না করলেও নামের পাশে একাধিক নজির স্থাপন বিরাটের

আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৪ (IPL 2024) এর এক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস (Royal Challengers Bengaluru…

আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৪ (IPL 2024) এর এক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস (Royal Challengers Bengaluru vs Chennai Super Kings))। দুই দলের কাছেই এটি একটি মরন-বাঁচন ম্যাচ। যাই হোক, এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে হয় আরসিবি। আর প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট হাতে বেশ কিছু বিশেষ নজির গড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। যা অনেকের কাছেই এখনো স্বপ্নমাত্র।

আজ ব্যাট হাতে চেন্নাইয়ের বিরুদ্ধে ২৯ বলে ৪৭ রান করেন বিরাট কোহলি। আর এই ৪৭ রানের সাথেই বেঙ্গালুরুর মাটিতে ৩০০০ রান পূরণের নজির গড়েন তিনি। আইপিএলে একই স্টেডিয়ামে এই প্রথম ৩০০০ রানের নজির গড়েন বিরাট। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। আইপিএলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ২২৯৫ রান করেছেন তিনি। উল্লেখ্য, বিরাট প্রথম মরশুম তথা ২০০৮ থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন। মাত্র ৮৬ ইনিংসে এই নজির গড়েন ভারতীয় তারকা।

এছাড়া বিরাট আজ বাকি যে নজিরগুলি গড়েছেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, আজ ভারতের মাটিতে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে ৯০০০ রানের গন্ডি পার করেন তিনি। অন্যদিকে, আইপিএল ২০২৪ এ ৭০০ রানের গন্ডি পার করেন বিরাট। ১৪ ইনিংসে বিরাটের সংগ্রহ মোট ৭০৮ রান। আর এর সাথেই আইপিএলের ইতিহাসে একমাত্র ভারতীয় হিসাবে দুইবার ৭০০ এর অধিক রান পূরণ করেন তিনি। এর আগে ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন বিরাট।

এগুলি ছাড়াও এবার আইপিএলে ওপেনিংয়ে নেমে ছক্কা মারার ভূমিকা পালন করেছেন বিরাট কোহলি। এই মরশুমে এখনো পর্যন্ত ৩৭ টি ছক্কা মেরে তালিকার প্রথমে রয়েছেন তিনি। আজ চেন্নাইয়ের বিরুদ্ধে ৪ টি ছক্কা মারায় নিকোলাস পুরান (৩৬ টি) এবং অভিষেক শর্মাকে (৩৫টি) পিছনে ফেলে তালিকার প্রথমে উঠে এসেছেন বিরাট।