পান্ডিয়াকে ট্রোল করছিল‌ গোটা ওয়াংখেড়ে, এক ইশারায় সব থামিয়ে দিয়ে মন জিতলেন কোহলি – ভিডিও

গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা যখন ক্রিজে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাটিংয়ের সময় চিৎকার করতে শুরু করেন, তখন বিরক্ত হন বিরাট কোহলি (Virat Kohli)। কোহলি…

গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা যখন ক্রিজে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ব্যাটিংয়ের সময় চিৎকার করতে শুরু করেন, তখন বিরক্ত হন বিরাট কোহলি (Virat Kohli)। কোহলি ভক্তদের ইশারা করে নবনিযুক্ত মুম্বাই অধিনায়ককে নিয়ে নেতিবাচক মন্তব্য করার অনুরোধ করেন। একই সঙ্গে ভক্তদের কাছে হার্দিক পান্ডিয়াকে সমর্থন করার আবেদনও জানিয়েছেন তিনি। ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে একতরফা হারের পর কোহলির এই আন্তরিক অঙ্গভঙ্গি ভাইরাল হয়। আইপিএল ২০২৪-এ (IPL 2024) ছয় ম্যাচে এটি আরসিবির পঞ্চম পরাজয়, অন্যদিকে পাঁচ ম্যাচে মুম্বইয়ের দ্বিতীয় জয়।

১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বাদশ ওভারে রোহিত শর্মার রূপে দ্বিতীয় ধাক্কা খায় মুম্বাই। এরপরই সূর্যকুমার যাদবকে সমর্থন করতে ক্রিজে আসেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া আসতেই গোটা স্টেডিয়াম হৈচৈ শুরু করে দেয়, যা শুনে বিরাট কোহলিকে হতাশ দেখাচ্ছিল। কোহলিকে ইঙ্গিত করতে দেখা গেছে যে হার্দিক দেশের হয়ে খেলেন এবং ওয়াংখেড়েতে দর্শকদের কাছ থেকে এমন অভ্যর্থনা তাঁর প্রাপ্য ছিল না।

এমআই-তে অধিনায়কত্বের পরিবর্তনে এখনও মানতে না পারা ভক্তদের তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন হার্দিক। ম্যাচ চলাকালীন দর্শকরা রোহিত শর্মাকে প্রতিটি শটের জন্য উৎসাহিত করলেও হার্দিককে স্বাগত জানাতে সংকোচ বোধ করেছিল ভক্তরা।। হার্দিক ৬ বলে তিনটি ছক্কার সাহায্যে অপরাজিত ২১ রান করেন। ১ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে টসের সময়ও হার্দিককে চিৎকার করে ট্রোল করা হয়েছিল। সম্প্রচারক সঞ্জয় মাঞ্জরেকার তখন হস্তক্ষেপ করেন এবং জনতাকে সংযত আচরণ করার আহ্বান জানান। আরবিসি-র বিরুদ্ধে ম্যাচে হার্দিক পান্ডিয়া যখন বল করতে এসেছিলেন, তখনও তাকে খোঁচা দেওয়া হয়েছিল।

ম্যাচের কথা বলতে গেলে, জসপ্রীত বুমরাহর পাঁচ উইকেট এবং পরে সূর্যকুমার যাদব এবং ঈশান কিষাণের অগ্নিগর্ভ ইনিংসের ভিত্তিতে মুম্বই বেঙ্গালুরুকে সাত উইকেটে হারিয়েছে। সাতটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে মাত্র ৩৪ বলে ৬৯ রান করেন ঈশান। এছাড়া সূর্যকুমার ১৯ বলে ৪টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে ৫২ রান করেন। ১৫.৩ ওভারে আরসিবির ১৯৭ রানের টার্গেট পূরণ করে মুম্বাই ইন্ডিয়ান্স।