‘বোলাররা এখন আতঙ্কে থাকে’, রোহিতের সাথে সহমত হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম বন্ধের আর্জি কোহলিরও

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইপিএলের (IPL 2024) মতো টুর্নামেন্টে একাধিক পরিবর্তন এসেছে। এই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ভবিষ্যতেও বিসিসিআই (BCCI) একাধিক নতুন নিয়ম…

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইপিএলের (IPL 2024) মতো টুর্নামেন্টে একাধিক পরিবর্তন এসেছে। এই টুর্নামেন্টকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য ভবিষ্যতেও বিসিসিআই (BCCI) একাধিক নতুন নিয়ম আনতে পারে। তবে এর মধ্যে গত বছর এই টুর্নামেন্টে চালু হওয়া ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে ক্রিকেট মহলের একাধিক সমালোচনা সামনে এসেছে। এবার এই বিষয়ে ভারতের অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat Kohli) নিজের মতামত প্রকাশ করলেন।

ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন দলগুলি তাদের একাদশে থাকা কোনো একজন ক্রিকেটারের পরিবর্তে অন্য একটি ক্রিকেটারকে যেকোনো সময় কাজে লাগাতে পারে। এর ফলে এই নিয়মকে কাজে লাগিয়ে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি বেশিরভাগ ক্ষেত্রে একজন পূর্ণ ব্যাটসম্যানের পরিবর্তে একজন পূর্ণ বোলারকে অথবা একজন পূর্ণ বোলারের পরিবর্তে একজন পূর্ণ ব্যাটসম্যানকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিচ্ছে। যার জন্য অনেক সময় একজন প্রকৃত অলরাউন্ডার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তার দক্ষতা প্রদর্শন করতে পারছেন না।

এছাড়াও একজন অতিরিক্ত ব্যাটসম্যান পেয়ে যাওয়ায় দলগুলি প্রথম থেকেই বিধ্বংসী ব্যাটিং শুরু করছে। কিছুদিন আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এই বিষয়ে সরব হয়েছিলেন। এই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের জন্য আইপিএলকে সামনে রেখে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের ক্ষেত্রেও বিসিসিআইকে সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এবার রোহিত শর্মার বক্তব্যকে সমর্থন করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে নিজের ভাবনা সামনে আনলেন।

সম্প্রতি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের বিষয়ে রোহিত শর্মার সাথে একমত। বোলারদের মনে হয় প্রতিটি বল এখন ৪ বা ৬। আমি জানি জয় শাহ বলেছেন যে তারা এই আইপিএলের পরে বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন। তাই দেখা যাক কী হয়।” অন্যদিকে বিরাট কোহলি এই বছর আইপিএলে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করছেন। তিনি এখনও পর্যন্ত ১৩ ম্যাচে মোট ৬৬১ রান সংগ্রহ করে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা শীর্ষে আছেন।