SL vs IND: চোটিল প্লেয়ারের তালিকা বাড়লো শ্রীলঙ্কার, দ্বিতীয় ওয়ানডের আগে সিরিজ থেকে ছিটকে গেলেন‌ প্রধান স্পিনার

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আরেকটি বড় ধাক্কা খেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। দলের শীর্ষস্থানীয় স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা বাম উরুর চোটে পড়েছেন, যার কারণে তিনি এখন ভারতের…

Wanindu Hasaranga Ruled Out From Remaining Odis Against India After Getting Injured In 1St Odi

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে আরেকটি বড় ধাক্কা খেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। দলের শীর্ষস্থানীয় স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা বাম উরুর চোটে পড়েছেন, যার কারণে তিনি এখন ভারতের বিপক্ষে বাকি ওয়ানডে থেকে ছিটকে গেছেন। হাসারাঙ্গার দলে জায়গা পেয়েছেন ৩৪ বছর বয়সী লেগ স্পিনার জিওফ্রে ভ্যান্ডারসে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ”প্রথম ওয়ানডেতে নিজের দশম ওভারের শেষ বল করার সময় বাম পায়ের উরুতে ব্যথা পান তিনি। এরপর ওই খেলোয়াড়ের এমআরআই পরীক্ষায় চোটের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।” শ্রীলঙ্কার ইনজুরির লম্বা তালিকায় নতুন সংযোজন হাসারাঙ্গার বিদায়।

হাসারাঙ্গার আগে চোটের কারণে ছিটকে যান দিলশান মাদুশঙ্কা ও মাথিশা পাথিরানা। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের আগে ইনজুরিতে পড়ায় খেলতে পারেননি দুশমন্থ চামিরা ও নুয়ান থুসারা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৩১ রানের লক্ষ্য থেকে এক রান দূরে থাকলেও তখন শেষ দুই উইকেট হারিয়ে ম্যাচ টাই করে ভারত। এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসারাঙ্গা। ৫৮ রানে ৩ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে ২৪ রান দিয়ে সাহায্য করেন তিনি। আগামী রোববার একই ভেন্যুতে হবে দুই দলের মধ্যে দ্বিতীয় ওয়ানডে।