Yash Dayal: জিরো থেকে হিরো হয়ে আরসিবির জয়ের নায়ক যশ, কীভাবে ব্যাক করেছিল তাকে দল, আবেগপ্রবণ হয়ে জানালেন নিজেই

“বড়ো প্লেয়ারের আসল পরিক্ষা জিতে আসায় নয়, ফিরে আসায় হয়”, সম্প্রতি এক বাংলা সিনেমায় ব্যবহৃত এই উক্তিকে যশ দয়াল (Yash Dayal) গতকাল আইপিএলের (IPL 2024)…

“বড়ো প্লেয়ারের আসল পরিক্ষা জিতে আসায় নয়, ফিরে আসায় হয়”, সম্প্রতি এক বাংলা সিনেমায় ব্যবহৃত এই উক্তিকে যশ দয়াল (Yash Dayal) গতকাল আইপিএলের (IPL 2024) মঞ্চে প্রমাণ করে টুর্নামেন্টের ইতিহাসে নিজের জায়গা করে নিলেন। ব্যর্থতা, সমালোচনা পিছনে ফেলে তিনি আবারও উঠে দাঁড়িয়ে আইপিএলের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) কাঁধে ভরসার হাত রাখলেন। কার্যত একাই যশ দয়াল ম্যাচের শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) তারকা ব্যাটসম্যানদের চাপে ফেলে দলের জন্য প্লে অফের রাস্তা খুলে দেন। এবার তিনি এই পারফরম্যান্সের পিছনে দলের অবদানের কথা প্রকাশ করলেন।

গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে আসে। প্রথম থেকেই দলের হয়ে ওপেনিং করতে এসে বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসিস দুরন্ত ব্যাটিং শুরু করেন। বিরাটের ব্যাট থেকে ২৯ বলে ৪৭ এবং ডুপ্লেসিসের ব্যাট থেকে ৩৯ বলে ৫৪ রান আসে‌। এরপর রজত পাতিদারের ২৩ বলে ৪১ এবং ক্যামেরন গ্রিনের ১৭ বলে ৩৮ রানে ভর করে ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে নেয়। চেন্নাই সুপার কিংসকে প্লে অফে জায়গা নিতে হলে হেরে গেলেও গতকাল ম্যাচে অন্তত ২০০ রান করতে হতো।

কিন্তু ব্যাটিংয়ের পর বল হাতেও ব্যাঙ্গালুরুর সদস্যরা ভয়ঙ্কর হয়ে ওঠেন। দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই গ্লেন ম্যাক্সওয়েল অধিনায়ক রুতুরাজ গায়কওয়াডকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে চাপের মুখে ফেলে দেন। তবে চেন্নাই সুপার কিংস দুরন্ত লড়াই চালিয়ে ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে যায়। শেষ ওভারে তাদের হয়ে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং রবীন্দ্র জাদেজা ব্যাটিং করছিলেন। চেন্নাইয়ের প্লে অফে জায়গা করতে হলে এই ওভারে ১৭ রান সংগ্রহ করতে হতো। সেই সময় বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডুপ্লেসিস যশ দয়ালের ওপর ভরসা দেখান।

যশ দয়াল সেই বোলার যারা করা বলে কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিং গত‌ বছর আইপিএলে এক ওভারে পরপর ৫ টি ছয় মেরেছিলেন। তবে গতকাল যশ দয়াল কোনো ভুল করেননি। প্রথম বলে ৬ রান দেওয়ার পরেও তিনি অবিশ্বাস্যভাবে চেন্নাইকে ১৯১ রানে থামিয়ে দেন। এরপর ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যশ‌ দয়াল বলেন, “আরসিবি প্রথম দিন থেকে বলেছিল যে আমি তাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা আমাকে দলের কেন্দ্রীয় ক্রিকেটার হিসাবে ফিরিয়ে এনেছে। তাদের আমার প্রতি এই বিশ্বাস এবং ফিরিয়ে আনার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন।”