Triumph Tiger 1200: ট্রায়াম্ফের ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার ট্যুরারের বুকিং চালু হল ভারতে

ট্রায়াম্ফ মোটরসাইকেলের ভারতীয় শাখা Tiger 1200 এর অগ্রিম-বুকিং চালু করেছে। ট্রায়াম্ফের এই ফ্ল্যাগশিপ অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক যে শীঘ্রই ভারতে পা রাখবে, তা খুব সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল। উল্লেখ্য, প্রি-বুকিং চালু হলেও, Triumph Tiger 1200 এর লঞ্চের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।

2022 Triumph Tiger 1200 ইতিমধ্যেই আর্ন্তজাতিক বাজারে উপলব্ধ। এটি তার আগের মডেলের তুলনায় প্রচুর আপডেট সঙ্গে করে নিয়ে এসেছে। নতুন Triumph Tiger 1200 দুই অবতারে আত্মপ্রকাশ করেছে – Rally ও GT৷ Rally রেঞ্জ মূলত হার্ডকোর অফ-রোডের জন্য৷ এবং GT রেঞ্জ ট্যুরিংয়ের জন্য উপযুক্ত।

Triumph Tiger 1200 GT রেঞ্জে ১৯ ইঞ্চি ফ্রন্ট ও ১৮ ইঞ্চি রিয়ার হুইল রয়েছে। এবং এর সাসপেনশন সেটআপও Rally ভ্যারিয়েন্টের চেয়ে অপেক্ষাকৃত খাটো। যেখানে অফ-রোড সেন্ট্রিক Rally রেঞ্জে আরও লম্বা ট্রাভেল সাসপেনশন ও ক্রস-স্পোক ডিজাইনের সঙ্গে ২১/১৮ ইঞ্চি হুইল বর্তমান।

2022 Triumph Tiger 1200 এর উভয় ভ্যারিয়েন্ট ১১৬০ সিসি ইনলাইন-থ্রি সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে, যা ৯,০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৪৮ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৩০ এনএম টর্ক উৎপন্ন করে। এই অ্যাডভেঞ্চার ট্যুরারের অত্যাধুনিক ফিচারগুলির তালিকাও বেশ দীর্ঘ – ব্লাইন্ড স্পট রাডার সিস্টেম, অপ্টিমাইজড কর্নারিং ট্রাকশন কন্ট্রোল, মাই ট্রায়াম্ফ কানেক্টিভিটি সিস্টেম-সহ ৭ ইঞ্চি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইত্যাদি।

এখানে 2022 Triumph Tiger 1200 এর দাম কুড়ি লাখ টাকার আশেপাশে থাকতে পারে। ভারতের বাজারে Ducati Multistarda V4 সিরিজ ও BMW R 1250 GS রেঞ্জের সঙ্গে নতুন টাইগারের প্রতিযোগিতা চলবে।