Realme, Redmi থেকে Nokia, বাজেটের মধ্যে সেরা ট্যাবলেট কেনার দারুন সুযোগ আপনার সামনে

Amazon নিয়ে এসেছে Mega Electronic Days Sale। আর Amazon-এর এই সেলে ট্যাবলেট, ল্যাপটপ থেকে শুরু করে আরো একাধিক ইলেকট্রনিক অ্যাক্সেসরিজে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। এমন…

Amazon নিয়ে এসেছে Mega Electronic Days Sale। আর Amazon-এর এই সেলে ট্যাবলেট, ল্যাপটপ থেকে শুরু করে আরো একাধিক ইলেকট্রনিক অ্যাক্সেসরিজে পাওয়া যাচ্ছে বিশাল ছাড়। এমন অনেক ক্রেতাই থাকেন যারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা অ্যাক্সেসরিজ কেনার জন্য এই ধরনের সেলের অপেক্ষা করে থাকেন। তাই যারা এতদিন এই সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের আজ Amazon Mega Electronic Days Sale-এ উপলব্ধ কয়েকটি ট্যাবলেটের উপর পাওয়া সেরা ডিল সম্পর্কে জানাবো, যেগুলোর দাম ১৫০০০ টাকার কম।

Realme Pad Mini

Realme Pad Mini ওয়াইফাই এবং ওয়াই ফাই প্লাস ৪জি এই দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। শুধুমাত্র ওয়াইফাই ভ্যারিয়েন্টের কথা বললে, এর ৩ জিবি + ৩২ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ৭,৪৯৯ টাকায় এবং ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে ৯,৪৯৯ টাকায়। তবে এর ওয়াইফাই প্লাস ৪জি-এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি কিনতে গেলে খরচ করতে হবে ১৩,৯৯৯ টাকা। যাতে আছে ৮.৭ ইঞ্চি ডিসপ্লে ৬,৪০০ এমএএইচ ব্যাটারি এবং ইউনিসক টি ৬১৬ প্রসেসর।

Honour Pad X8 (Only Wifi)

Honour Pad X8-এর ৩ জিবি + ৩২ জিবি ভ্যারিয়েন্ট এবং ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট-এর দাম যথাক্রমে ৮,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। এতে আছে ১০.১ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক এমটি৮৭৮৬ প্রসেসর। উল্লেখ্য, কোম্পানির দাবি অনুযায়ী এটি ১৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে।

Redmi Pad SE (Only Wifi)

Redmi Pad SE দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। আর এর ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি Amazon সেলে ১২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এছাড়াও, এর ৬৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটি পাওয়া যাবে যথাক্রমে ১৩,৯৯৯ টাকায় এবং ১৪,৯৯৯ টাকায়। এই ডিভাইসে আছে ১১ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর। এছাড়া আছে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ চারটে স্পিকার এবং ৮,০০০ এমএএইচের ব্যাটারি।

Nokia T21 (Wi-Fi +LTE)

Nokia T21-এর ৪ জিবি + ৬৪ জিবি স্টোরেজ বিশিষ্ট মডেলটি এখন ১১,৯৯৯ টাকায় কেনার সুযোগ করে দিয়েছে Amazon। আর এই ডিভাইসের সাথে ২ বছরের ওএস আপগ্রেড এবং ৩ বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। ডিভাইসটি ৮,২০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Lenovo Tab K10

Lenovo-র এই ডিভাইসটি ওয়াইফাই ওভাল এবং ওয়াই ফাই + এলটিই ভ্যারিয়েন্টে উপলব্ধ। আর শুধুমাত্র এর ওয়াইফাই মডেলের কথা বলতে গেলে, এর ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা এবং এর ওয়াইফাই + ৪ জি এলটিই মডেলের ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্ট-এর দাম ১৪,৯৯৯ টাকা। আর এতে আছে ১১ ইঞ্চি ডিসপ্লে, ৭,৫০০ এমএএইচ ব্যাটারি। আর ভালো পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি২২টি প্রসেসর।

Motorola Tab G70 (Wi-Fi + 4G)

Motorola Tab G70-এর ৪ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি Amazon-এ এখন ১৩,৯৯৯ টাকায় উপলব্ধ, যাতে আছে ১১ ইঞ্চি ২ কে ডিসপ্লে। আর মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর দ্বারা চালিত এই ডিভাইসে আছে ডলবি অ্যাটমস সহ ৪টি স্পিকার। উল্লেখ্য, এই ট্যাবে দেওয়া হয়েছে ৭,৭০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy Tab A

Samsung-এর এই ট্যাবলেটটি এখন Amazon সেলে তালিকাভুক্ত আছে। যার ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন এই প্ল্যাটফর্মে ১২,৪৯০ টাকায় উপলব্ধ। আর ফিচারের কথা বললে, এতে আছে ৮.৭ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৫,১০০ এমএএইচ ব্যাটারি।

Samsung Galaxy Tab A7

ফিচার হিসেবে Samsung-এর এই ট্যাবলেটে আছে ১০.৪ ইঞ্চি ডিসপ্লে, ডলবি অ্যাটমস সাপোর্টেড ৪টি স্পিকার, কোয়ালাকম সাপোর্টেড ৬৬২ প্রসেসর এবং ৭০৪০ এমএএইচ ব্যাটারি। Amazon সেলে এই ডিভাইসটির ৩ জিবি ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ধার্য মূল্য ১৩,৯৯৯ টাকা।