Categories: Tablets

বলেন কি! 22000mAh ব্যাটারি সহ লঞ্চ হল নতুন ট্যাবলেট, ছুঁড়ে মারলেও ভাঙবে না

হংকং-ভিত্তিক ব্র্যান্ড Blackview কিছু সময় পূর্বেই Blackview Tab 16 নামের একটি ট্যাবলেটের ঘোষণা করেছিল। আর আজ অর্থাৎ ১লা জুলাই সংস্থাটিকে Blackview Active Pro 8 নামের আরেকটি ট্যাবলেট মডেল লঞ্চ করতে দেখা গেল। এটির মূল বিশেষত্ব হল এর ব্যাটারি ক্যাপাসিটি। কেননা এতে থাকছে ২২,০০০ এমএএইচ ব্যাটারি। অন্যান্য ফিচার সম্পর্কে বললে, ডিভাইসটি – IPS ডিসপ্লে প্যানেল, ২৫৬ জিবি স্টোরেজ, হাইব্রিড ডুয়াল ৪জি সিম কার্ড এবং কোয়াড স্পীকার সিস্টেমের সাথে এসেছে। এছাড়া এই রাগড-স্টাইলের ট্যাবটি MIL-STD-810H গ্রেড সার্টিফায়েড হওয়ার ফলে, টেকসই বডি-বিল্ড অফার করে। চলুন এবার Blackview Active Pro 8 ট্যাবলেটের দাম এবং স্পেসিফিকেশন বিস্তারে জেনে নেওয়া যাক।

Blackview Active Pro 8 -এর স্পেসিফিকেশন

ব্ল্যাকভিউ অ্যাক্টিভ ৮ প্রো ট্যাবলেটে ১০.৩৬-ইঞ্চির (২০০০x১২০০ পিক্সেল) IPS ডিসপ্লে প্যানেল রয়েছে। উন্নত পারফরম্যান্স সরবরাহের জন্য এতে TSMC-এর ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ট্যাবলেটে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ মিলবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। ব্ল্যাকভিউ ব্র্যান্ডিংয়ের এই নয়া ডিভাইসে হাইব্রিড ডুয়াল ৪জি সিম কার্ড স্লট সাপোর্ট করে।

উচ্চ-মানের ফটোগ্রাফি এবং ভিডিও রেকর্ডিংয়ের জন্য Blackview Active 8 Pro ট্যাবলেটের সামনে এবং পিছনে ১৬.৪৮-মেগাপিক্সেল ক্যামেরা বিদ্যমান রয়েছে। আবার অডিও বিভাগের কথা বললে, এটি হারমান কার্ডন পাওয়ার্ড কোয়াড স্পীকার সিস্টেমের সাথে এসেছে, যা সেরা অডিও অভিজ্ঞতা সরবরাহে সক্ষম বলে দাবি করা হয়েছে। এছাড়া আলোচ্য ডিভাইসে – OTG, NFC এবং FM রেডিও অন্তর্ভুক্ত থাকছে।

এবার আসা যাক ডিজাইনের প্রসঙ্গে। নবাগত এই ট্যাবলেটকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটিকে কোনও সমস্যা ছাড়াই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও ব্যবহার করা যায়। ডিভাইসটি MIL-STD-810H সার্টিফিকেট এবং IP68/IP69K রেটিং সহ এসেছে। তাই হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না এবং জল-ধুলো-উচ্চ তাপমাত্রায় এটি কোনো ভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। ব্ল্যাকভিউ ব্র্যান্ডের এই ডিভাইসে উন্নত গ্লাভ মোড বর্তমান।

Blackview Active 8 Pro ট্যাবলেটের মূল বিশেষত্ব হল এর ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ২২,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি ১,৪৪০ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করতে সমর্থ। জানিয়ে রাখি, আলোচ্য ট্যাবলেটের রিটেল বক্সে স্টাইলাস প্যাড এবং প্যাডেড লেদার স্ট্র্যাপের মতো স্ট্যান্ডার্ড অ্যাক্সেসরিজ অন্তর্ভুক্ত করা হয়েছে।

Blackview Active 8 Pro -এর দাম

ব্ল্যাকভিউ অ্যাক্টিভ ৮ প্রো ট্যাবলেটকে আগামী ১০ই জুলাই থেকে ১৪ই জুলাইয়ের মধ্যে অর্থাৎ প্রমোশনাল পিরিয়ড চলাকালীন ২৩৯.৯৯ ডলার (ভারতীয় মূল্যে প্রায় ১৯,৭০০ টাকা) মূল্যে কেনা যাবে। সর্বোপরি সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, প্রথম ২০০ জন ক্রেতাদের বিনামূল্যে একটি ব্লুটুথ কীবোর্ড দেওয়া হবে। তবে, ডিভাইসটিকে ভারত সহ বিশ্ব বাজারে কতদিনে লঞ্চ করা হবে সেই সম্পর্কিত কোনো তথ্য এখনো সামনে আসেনি।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

9 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

9 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

11 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

11 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

12 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

13 hours ago