HMD Tab Lite price key specs leaked launch imminent

HMD Tab Lite: স্মার্টফোনের পালা চুকিয়ে সস্তায় ট্যাবলেট আনছে HMD, দাম-ফিচার্স প্রকাশ্যে

সম্প্রতি জানা গেছে যে, এইচএমডি গ্লোবাল (HMD Global) HMD Slate Tab 5G নামে একটি নতুন ট্যাবলেট লঞ্চ করার পরিকল্পনা করছে৷ এই ট্যাবলেটের ফাঁস হওয়া রেন্ডার থেকে জানা গেছে যে, এতে Nokia Lumia স্মার্টফোনের মতো ডিজাইন দেখা যাবে। আর এখন, টিপস্টারের সৌজন্যে ব্র্যান্ডের আরেকটি আসন্ন ট্যাবলেট সর্ম্পকে জানা গেছে, যার নাম হবে HMD Tab Lite। আসন্ন এই এইচএমডি ট্যাবটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

HMD Tab Lite ট্যাবলেট শীঘ্রই আসছে বাজারে

এইচএমডি মিম’স নামে এক এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে আসন্ন এইচএমডি ট্যাব লাইট মডেলটির একটি ছবি ও কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। এতে গোলাকার প্রান্ত এবং অসম বেজেল দেখা যাবে। ডিভাইসটিতে ৮.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন ১,৩৪০ x ৮০০ পিক্সেল এবং পিক ব্রাইটনেস লেভেল ৫৬০ নিট হতে পারে।

এইচএমডি ট্যাব লাইট ট্যাবলেটটি ইউনিসক টি৬১০ চিপসেটে চলবে, যা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ১৮ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য, এইচএমডি ট্যাব লাইট ট্যাবে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। এছাড়াও, ট্যাবলেটটি ৪জি সেলুলার সংযোগও অফার করবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ট্যাবলেটটিকে Nokia T10-এর উত্তরসূরি বলে মনে করা হচ্ছে, যা ৮ ইঞ্চির ডিসপ্লে, Unisoc T606 প্রসেসর এবং ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং একটি ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অফার করে। এতে একই ৫,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা HMD Tab Lite মডেলেও থাকতে পারে।

এছাড়াও শোনা যাচ্ছে যে, HMD Tab Lite ট্যাবেলেটের দাম ১৪৯ ইউরো (প্রায় ১৩,৩২০ টাকা) রাখা হবে, যা Nokia T10 ট্যাবলেটের (১৬০ ইউরো) লঞ্চ মূল্যের চেয়ে কিছুটা কম। ট্যাবলেটটির লঞ্চের তারিখ এখনও জানা যায়নি। এটি কালো, নীল এবং গোলাপী রঙে পাওয়া যাবে।