144hz ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে Huawei MatePad Air হাজির, ডিজাইন iPad এর মতো

হুয়াওয়ে (Huawei) চীনে MatePad Air নামে একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ করেছে। এই মসৃণ ডিজাইনের ট্যাবটিতে আইপিএস ডিসপ্লে রয়েছে যা 2.8K ডিসপ্লে রেজোলিউশন এবং পরিবর্তনশীল রিফ্রেশ রেট অফার করে। Huawei MatePad Air Qualcomm এর পুরনো ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 888 এবং ৮,৩০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। হুয়াওয়ের এই নতুন ট্যাবলেটটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Huawei MatePad Air-এর স্পেসিফিকেশন এবং ফিচার

হুয়াওয়ে মেটপ্যাড এয়ার-এ ১১.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ২,৮৮০ x ১,৮৪০ পিক্সেলের রেজোলিউশন এবং ২৭০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ট্যাবলেটের স্ক্রিন-টু-বডি অনুপাত ৮৭% এবং ডিসপ্লে রিফ্রেশ রেট ৩০ হার্টজ এবং ১৪৪ হার্টজের মধ্যে পরিবর্তিত হয়। তবে, নতুন হাই-এন্ড হুয়াওয়ে ট্যাবলেটটি কোয়ালকমের বেশ পুরোনো স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত। এই চিপসেটটিতে কর্টেক্স-এক্স১, কর্টেক্স-এ৭৮ এবং কর্টেক্স-এ৫৫ কোর এবং অ্যাড্রেনো ৬৬০ জিপিইউ রয়েছে। মেটপ্যাড এয়ার-এ সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, মেটপ্যাড এয়ার একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ট্যাবটিতে বড় ৮,৩০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৪০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এতে ৪জি কানেক্টিভিটি বর্তমান। হুয়াওয়ে মেটপ্যাড এয়ার চারটি স্পিকার এবং চারটি মাইক্রোফোন সমন্বিত সাউন্ড সিস্টেমে অফার করে।

Huawei MatePad Air-এর মূল্য এবং লভ্যতা

চীনের বাজারে Huawei MatePad Air-এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৪,১০০ টাকা) এবং এর উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি ভ্যারিয়েন্টটির মূল্য ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫২,৯০০ টাকা)। MatePad Air-এর সাথে একটি স্টাইলাস এবং কীবোর্ডও পাওয়া যাবে, যদিও এই অ্যাক্সেসরিগুলি আলাদাভাবে কিনতে হবে। হুয়াওয়ে চীনের বাইরে ট্যাবটি লঞ্চ করবে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানায়নি।