লাখ টাকার iPhone কিনেও শান্তি নেই, অল্প ব্যবহারেই গরম হয়ে যাচ্ছে iPhone 15 সিরিজের ডিভাইস

Apple বলেছে যে, তারা ডেভেলপারদের সাথে কথা বলেছে এবং শীঘ্রই আপডেট রিলিজ করে সমস্যাটি সমাধান করা হবে

গত ২২ সেপ্টেম্বর থেকে ওপেন সেলে পাওয়া যাচ্ছে Apple iPhone 15 সিরিজ, যার টপ এন্ড ভ্যারিয়েন্টের দাম ১,৯৯,৯০০ টাকা। তবে ক্রেতারা লক্ষাধিক টাকার ফোনগুলি হাতে পেতেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। কিছু ব্যবহারকারীরা জানিয়েছেন, গরম হয়ে যাচ্ছে তাদের iPhone 15 সিরিজের স্মার্টফোন। এমনকি Apple এই বিষয়টি স্বীকারও করে নিয়েছে। এই বিষয়ে ব্র্যান্ডটি বলেছে যে, তারা ডেভেলপারদের সাথে কথা বলেছে এবং শীঘ্রই আপডেট রিলিজ করে সমস্যাটি সমাধান করা হবে।

কেন গরম হয়ে উঠেছে iPhone 15 সিরিজের স্মার্টফোনগুলি?

Apple এর মতে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে এই সমস্যাটি দেখা দিয়েছে। সংস্থাটি আরো জানিয়েছে যে, যখন একটি নতুন আইফোন সেটআপ করা হয় অথবা পুরনো ডিভাইস থেকে অনেক কিছু রিস্টোর করা হয়, তখন এটি অ্যাপ, ফটো এবং মিউজিকের মতো জিনিসগুলি ডাউনলোড করে। আর ব্যাকগ্রাউন্ডে চলমান এই প্রসেসের কারণে নতুন ডিভাইসগুলি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে।

এছাড়াও, এই টেক সংস্থাটি জানিয়েছে, তারা Apple iOS 17-এ একটি বাগ আবিষ্কার করেছে, যা এই স্মার্টফোনগুলিকে অতিরিক্ত গরম করে তুলছে। তবে পরবর্তী সফটওয়্যার আপডেটে এটি ঠিক করা হবে। আবার, ইনস্টাগ্রাম, উবের এবং ডামর ১৯-এর মতো কিছু থার্ড পার্টি অ্যাপকে এই সমস্যার জন্য দায়ীও করা হয়েছে।

iPhone অতিরিক্ত গরম হয়ে গেলে কি করবেন?

  • অতিরিক্ত গরম হওয়া প্রতিরোধ করার জন্য Apple আইওএস এবং আইপ্যাডওএস-এ আগে থেকেই একটি ফিচার দেওয়া হয়েছে। নেভিগেশন ব্যবহার করার সময় ফোন অতিরিক্ত গরম হয়ে গেলে এই ফিচার আপনাকে একটি অ্যালার্ট পাঠিয়ে সেটির জানান দেবে। অ্যালার্ট পাওয়ার পর যদি দেখেন আইফোন খুব বেশি গরম হয়ে গেছে তখন ডিভাইসটিকে ব্যবহার করা এড়িয়ে চলুন।
  • আইফোন বা অ্যান্ড্রয়েড এর সাথে সবসময় ফাস্ট পার্টি চার্জার ব্যবহার করা উচিত।
  • আইফোন খুব গরম হয়ে গেলে এটি বন্ধ করুন এবং পুনরায় অন করুন।
  • ডিভাইসের ব্যাকগ্রাউন্ড অ্যাপ চেক করুন এবং আপনার ডিভাইসকে প্রভাবিত করছে এমন অ্যাপগুলি আনইন্সটল করুন।
  • যদি আপনার ব্যাটারি হেলথ ৮০ শতাংশের কম হয়ে থাকে এবং চার্জিং বা স্বাভাবিক ব্যবহারের সময় আইফোন গরম হয়ে যায়, তাহলে আপনার ব্যাটারিটি পরিবর্তন করুন।