নেটওয়ার্ক ছাড়াই কল-মেসেজ! বিশ্বের প্রথম স্যাটেলাইট ট্যাবলেট এনে চমকে দিল Huawei

Huawei চমকে দিয়ে তাদের নতুন MatePad Pro 11″ 2024 ট্যাবলেট জনসমক্ষে আনল। অন্যান্য ব্র্যান্ডদের টেক্কা দিয়ে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট যুক্ত বিশ্বের প্রথম ট্যাবের স্বীকৃতি লাভ…

Huawei চমকে দিয়ে তাদের নতুন MatePad Pro 11″ 2024 ট্যাবলেট জনসমক্ষে আনল। অন্যান্য ব্র্যান্ডদের টেক্কা দিয়ে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট যুক্ত বিশ্বের প্রথম ট্যাবের স্বীকৃতি লাভ করেছে এটি। Huawei MatePad Pro 11″ 2024-এর অফিশিয়াল লঞ্চ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। চলুন দেখে নেই, তার আগে এই ট্যাবলেট সম্পর্কে কি কি তথ্য উঠে এল।

Huawei স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট সহ প্রথম ট্যাব আনল

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১১-ইঞ্চি ২০২৪ মডেলটি চীনের বেইডোউ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে সক্ষম। এই ক্ষমতা ট্যাবটির ইউজারদের মেসেজ পাঠাতে এবং নেটওয়ার্ক কভারেজ নেই এমন এলাকা থেকে তাদের লোকেশন শেয়ার করতে সক্ষম করবে। হুয়াওয়ের ডিভাইসগুলি স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার জন্য ৩৬,০০০ কিলোমিটার দূরে অবস্থিত হাই-অরবিট স্যাটেলাইট ব্যবহার করে। এটি অতিরিক্ত কোনও অ্যান্টেনার প্রয়োজন ছাড়াই যোগাযোগ স্থাপন করতে পারবে।

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১১-ইঞ্চি ২০২৪-এর উল্লেখযোগ্য সুবিধাগুলির মধ্যে একটি হল বিদ্যুৎ খরচ এবং সিগন্যাল লস সম্পর্কিত চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠা। এই প্রযুক্তিগত জটিলতাগুলি অতিক্রম করা কোম্পানির জন্য একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক, কারণ এটি নিশ্চিত করে যে মেটপ্যাড প্রো ১১-ইঞ্চি ২০২৪ মডেলটি পাওয়ার এফিশিয়েন্সি বজায় রেখে এই সেগমেন্টে বিশ্বের প্রথম হয়ে উঠেছে।

বর্তমানে Huawei P60, Huawei P60 Pro, Mate 50 সিরিজ, Mate X3, Mate X3 Pro, Mate Xs 2, এবং Nova 11 Ultra-এর মতো স্মার্টফোনে এই ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। Huawei MatePad Pro 11″ 2024 সমতুল্য স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তি যুক্ত হুয়াওয়ে ডিভাইসের লাইনআপে যোগ দিতে একেবারে প্রস্তুত ফিচার্স ও দাম জানা যাবে আগামী সপ্তাহেই।