Tablets

Infinix XPad: ফাঁস ডিজাইন থেকে ফিচার্স, এন্ট্রি নিচ্ছে ইনফিনিক্সের প্রথম ট্যাব এক্সপ্যাড

গত মাসে একটি অনলাইন রিপোর্ট থেকে জানা গিয়েছিল যে ইনফিনিক্স এক্সপ্যাড নামের একটি ডিভাইসের সাথে ট্যাবলেটের মার্কেটে প্রবেশ করার পরিকল্পনা করছে। আর আজ, সেই জল্পনাটিকে সমর্থন করে ইনফিনিক্স এক্সপ্যাড ট্যাব সর্ম্পকে আরও কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। যার মধ্যে রয়েছে ডিভাইসটির অফিসিয়াল-লুকিং রেন্ডার এবং এর কিছু প্রধান স্পেসিফিকেশন। আসুন এগুলি সর্ম্পকে জেনে নেওয়া যাক।

ইনফিনিক্স বাজারে আনছে তাদের প্রথম ট্যাবলেট

ফাঁস হওয়া ছবিগুলি তিনটি কালার অপশনে একটি মোটামুটি স্ট্যান্ডার্ড ট্যাবলেট ডিজাইন প্রদর্শন করেছে ব্লু, গ্রে এবং গোল্ড। ডিসপ্লেটি ১,০৮০×২,৪০০ পিক্সেল রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ১১ ইঞ্চি এলসিডি প্যানেল হবে বলে আশা করা হচ্ছে। পারফরম্যান্সের জন্য, এক্সপ্যাডে মিডিয়াটেক হেলিও জি৯৯ আল্টিমেট চিপসেটটি থাকবে। এই প্রসেসরটি সাধারণত বাজেট রেঞ্জের স্মার্টফোনে পাওয়া যায়, যা ইঙ্গিত করছে যে ট্যাবলেটটি চাহিদাপূর্ণ অ্যাপ্লিকেশনের জন্য ডিজাইন করা হয়নি।

এছাড়াও, ট্যাবলেটটিতে ৪ জিবি র‍্যাম থাকবে বলে জানা গেছে, যা ২০২৪ সালের নিরিখে ট্যাবলেটে মাল্টিটাস্কিংয়ের জন্য অপর্যাপ্ত বলে মনে হয়। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এই ইনফিনিক্স ট্যাবটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ইনফিনিক্স এক্সওএস কাস্টম স্কিনে রান করবে। তবে, এটি ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত স্টোরেজ অফার করবে বলে শোনা যাচ্ছে।

ক্যামেরার ক্ষেত্রে, এক্সপ্যাড ট্যাবের রিয়ার ক্যামেরা সিস্টেমে ১২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। ট্যাবলেটটিতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি শুধুমাত্র ওয়াই-ফাই সংস্করণে পাওয়া যাবে, কোনো সেলুলার সংযোগ ছাড়াই৷

যদিও, এক্সপ্যাডের দাম সর্ম্পকে এখনও কিছু জানা যায়নি। তবে ফাঁস হওয়া স্পেসিফিকেশনগুলি ইঙ্গিত করছে যে এটি বাজেট রেঞ্জেরই হবে। প্রসঙ্গত, বাজেট ট্যাবলেটের মার্কেটে স্যামসাং এবং শাওমির মতো প্রতিষ্ঠিত সংস্থার আধিপত্য থাকায়, ইনফিনিক্সকে নিজের স্থান তৈরি করতে প্রতিযোগিতাকে উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। এই ট্যাবলেটটি সম্ভবত আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে পা রাখবে। দাম উপযুক্ত হলে, সাধারণ ব্রাউজিং এবং বিনোদনের জন্য ট্যাবলেট খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য এক্সপ্যাড একটি ভালো বিকল্প হতে পারে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

11 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

55 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago