iQOO Pad: মহাশক্তিশালী 10,000mah ব্যাটারি ও 44W ফাস্ট চার্জিং আইকোর প্রথম ট্যাবে, লঞ্চ হতে বেশি দেরি নেই

আইকো তাদের প্রথম ট্যাব, iQOO Pad-এর হাত ধরে ট্যাবলেট মার্কেটে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি কিছু না বললেও, বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটির কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। আর এখন চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে iQOO Pad, যা ইঙ্গিত করছে যে এটি শীঘ্রই সে দেশে লঞ্চ হতে চলেছে। সার্টিফিকেশন লিস্টিংটি আইকোর আসন্ন ট্যাবটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করলো, জেনে নেওয়া যাক।

iQOO Pad-কে দেখা গেল 3C-এর প্ল্যাটফর্মে

PA2373 মডেল নম্বর সহ একটি ভিভো ডিভাইস চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে উপস্থিত হয়েছে। মনে করা হচ্ছে, এই মডেল নম্বরটি আইকো প্যাড-এর অন্তর্গত। সার্টিফিকেশনটি স্পষ্টভাবে এই মডেলটিকে ট্যাবলেট কম্পিউটার হিসাবে চিহ্নিত করেছে এবং লঞ্চের জল্পনা বাড়িয়েছে। ৩সি এর তালিকা অনুযায়ী, আইকো প্যাড ভিভো-এর ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ (FlashCharge) অ্যাডাপ্টারের সাথে আসবে, যার মডেল নম্বর V4440L0B1-CN। চার্জারটি স্ট্যান্ডার্ড ১০ ওয়াট অপশন, ১৮ ওয়াট দ্রুত চার্জিং মোড এবং দ্রুততর ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা সহ একাধিক চার্জিং মোড অফার করবে।

iQOO Pad-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ইতিমধ্যে বিভিন্ন সূত্র মারফৎ ট্যাবলেটটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। মনে করা হচ্ছে যে, আইকো প্যাডটি গত মাসে লঞ্চ হওয়া ভিভো প্যাড২-এর রিব্র্যান্ডেড ভার্সন হবে, যেটিতে একটি কাস্টোমাইজড চিপসেট রয়েছে৷ আইকো প্যাডে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ চিপসেট থাকবে, যা ডাইমেনসিটি ৯০০০-এর ওভারক্লকড ভ্যারিয়েন্ট।

জানিয়ে রাখি, ডাইমেনসিটি ৯০০০+ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর ৪ ন্যানোমিটার প্রক্রিয়া ব্যবহার করে তৈরি, যা শক্তিশালী কনফিগারেশন অফার করে। এতে রয়েছে ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের হাই-পারফরম্যান্স কর্টেক্স-এক্স২ আল্ট্রা কোর ক্লক, মাল্টিটাস্কিংয়ের জন্য ২.৮৫ গিগাহার্টজে রান করা তিনটি কর্টেক্স-এ৭১০ পারফরম্যান্স কোর এবং ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি পাওয়ার-এফিশিয়েন্ট কর্টেক্স-এ৫১০ কোর। চমৎকার ভিজ্যুয়াল পারফরম্যান্স নিশ্চিত করতে, এর সাথে মালি-জি৭১০ এমসি১০ জিপিইউ যুক্ত থাকবে।

এছাড়াও, iQOO Pad-এ ১৪৪ হার্টজ উচ্চ-রিফ্রেশ রেট এবং 2.8K রেজোলিউশন সহ বড় ১২.১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকতে পারে৷ রিয়ার ক্যামেরা সেটআপে সম্ভবত ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Pad-এ শক্তিশালী ১০,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ঘন ঘন রিচার্জ না করে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, বহু প্রতীক্ষিত iQOO Pad-টি আগামী ২৩ মে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হচ্ছে। কোম্পানিটি একই তারিখে iQOO Neo 8 সিরিজও লঞ্চ করবে।