Tablets

ফোনেও এত ফিচার্স নেই! JBL স্পিকার ও 10,200mah ব্যাটারি সহ লঞ্চ হল Lenovo Xiaoxin Pad Pro 12.7 (2025)

লেনোভো বাজারে আনলো Lenovo Xiaoxin Pad Pro 12.7 (2025) ট্যাবলেটটি। নয়া ডিভাইসটিতে 2.9কে রেজোলিউশন ও 144 হার্টজের ডিসপ্লে, MediaTek Dimensity 8300 চিপসেট, জেবিএল (JBL)-এর কোয়াড স্পিকার এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল 10,200 এমএএইচ ব্যাটারি রয়েছে৷ উন্নত স্টাইলাস সাপোর্ট, স্প্লিট-স্ক্রিন মোড এবং শক্তিশালী পারফরম্যান্স সহ এই ট্যাবলেটটি প্রোডাক্টিভিটি এবং বিনোদন উভয়ের জন্য ডিজাইন করা হয়েছে। আসুন Lenovo Xiaoxin Pad Pro 12.7 (2025) ট্যাবের দাম এবং স্পেসিফিকেশন সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Lenovo Xiaoxin Pad Pro 12.7 (2025) ট্যাবলেটের স্পেসিফিকেশন এবং মূল্য

লেনোভো শাওশিন প্যাড প্রো 12.7 (2025) ট্যাবটি তাদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা একটি নিমগ্ন ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স চান। এতে 2944×1840 পিক্সেলের রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সহ 12.7 ইঞ্চির 2.9কে ডিসপ্লে রয়েছে। এটি ডলবি ভিশন এবং এইচডিআর10+ ও সাপোর্ট করে। লেনোভো শাওশিন প্যাড প্রো 12.7 (2025) ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 চিপসেট, যা মাল্টিটাস্কিং, গেমিং বা স্ট্রিমিং-এর মাধ্যমে মসৃণ কর্মক্ষমতা প্রদান করে। চিপসেটটি সর্বাধিক 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের সাথে যুক্ত। এই ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে জেডইউআই 16 কাস্টম স্কিনে চলে, যা একটি বিঘ্নহীন এবং কাস্টমাইজযোগ্য ইউজার এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। নতুন ট্যাবে থাকা স্প্লিট-স্ক্রিন মোড এবং উন্নত স্টাইলাস সাপোর্ট প্রোডাক্টিভিটি বাড়ায়, যা এটিকে একইভাবে কাজ ও সৃজনশীল কাজের জন্য একটি গো-টু ডিভাইস করে তোলে।

উন্নত অডিওর জন্য, Lenovo Xiaoxin Pad Pro 12.7 ট্যাবটি জেবিএল দ্বারা কাস্টম-টিউন করা কোয়াড-স্পিকার সিস্টেমটি ডলবি অ্যাটমস সাপোর্ট সহ ইমারসিভ সাউন্ড অফার করে, যা অডিওতে গভীরতা এবং মাত্রা যোগ করে। লেনোভো ট্যাবটির ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি 5 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর রয়েছে। আর ট্যাবের সামনে উচ্চ মানের ভিডিও কল এবং সেলফির জন্য ট্যাবলেটের সামনে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, Lenovo Xiaoxin Pad Pro 12.7 বিশাল 10,200 এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা একবার চার্জে 12 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে সক্ষম। এটি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.2 এবং অপশনাল 5G, যা দ্রুত এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করে। ট্যাবটি নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস রেকগনিশন উভয়ই অফার করে। Lenovo Xiaoxin Pad Pro 12.7 (2025) একটি অল-ইন-ওয়ান ডিভাইস, যা কাজ এবং বিনোদন উভয় চাহিদাই পূরণ করে।

Lenovo Xiaoxin Pad Pro 12.7 (2025) ট্যাবলেটের মূল্য

গিকউইলস (GeekWills)-এর প্ল্যাটফর্মে Lenovo Xiaoxin Pad Pro 12.7 (2025) ট্যাবলেটটি 349 ডলার (প্রায় 29,300 টাকা) মূল্যে পাওয়া যাচ্ছে। এটি ভারতীয় মার্কেটে আসবে কিনা, তা এখনও জানা যায়নি।

Ananya Sarkar

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

43 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago