Lenovo legion gaming tablet india launch flipkart confirmed pre order starts from July 20 expected specs

Lenovo Legion Tablet: লেনোভো ভারতের প্রথম গেমিং ট্যাব আনছে, মিলবে ধামাকাদার ফিচার্স

গেমিং কম্পিউটার, গেমিং স্মার্টফোন, অথবা গেমিং ল্যাপটপ – এই গ্যাজেটগুলোর সঙ্গে আমরা সবাই পরিচিত। কিন্তু তাই বলে এখন গেমিং ট্যাব? হ্যাঁ, এই অস্ত্রেই ভারতীয়দের মন জিততে ময়দানে নেমে পড়েছে চীনা বহুজাতিক সংস্থা লেনোভো (Lenovo)। ভারতের প্রথম গেমিং ট্যাব নিয়ে আসছে তারা। নাম লেনোভো লিজিয়ন ট্যাবলেট (Lenovo Legion Tablet)। মূলত গেমিং স্মার্টফোন ও গেমিং ল্যাপটপ বা পিসি-র মধ্যে দূরত্ব ঘোচানোর লক্ষ্যেই আগমন ঘটছে লিজিয়ন ট্যাবলেটের। ভারতে লেনোভো লিজিয়ন সিরিজের গেমিং ল্যাপটপগুলি বরাবরই গেমারদের পছন্দ। ফলে লিজিয়ন ট্যাবলেট নিয়েও উচ্চপ্রত্যাশা রাখছেন গেম পাগলরা।

Lenovo Legion Tablet: প্রি অর্ডার ডেট

লেনোভো ভারতে তাদের লিজিয়ন ট্যাবলেটের লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি। তবে ফ্লিপকার্টে লাইভ হওয়া একটি প্রোমোশনাল ব্যানার অনুযায়ী, ডিভাইসটির প্রি-অর্ডার আগামী ২০ জুলাই থেকে শুরু হবে। জানিয়ে রাখি, লিজিয়ন ট্যাব গত মার্চে ইউরোপে মুক্তি পেয়েছিল। এটি বর্তমানে ইউরোপ ছাড়াও মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে বিক্রি হচ্ছে। ফলে স্পেসিফিকেশন ও ফিচার্স গোপন নেই। পাশাপাশি লেনোভোর তরফে ট্যাবটির বিভিন্ন বিশেষত্ব প্রকাশ করা হয়েছে।

Lenovo Legion Tablet: স্পেসিফিকেশন

যে কোনও গেমিং ডিভাইস কেনার আগে প্রসেসরের নাম জেনে নেওয়া জরুরী। নাহলে ভারী গেম খেলতে গিয়ে প্রতি পদে পদে হোঁচট খেতে হবে। লেনোভো লিজিয়ন ট্যাবলেট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ (Snapdragon 8+ Gen 1) চিপসেটের সঙ্গে আসবে। দুই বছর পুরনো এই হাই-এন্ড প্রসেসরের সঙ্গে রয়েছে অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ।

এবার আসি ডিসপ্লের প্রসঙ্গে। লেনোভো লিজিয়ন ট্যাবলেট কোয়াড এইচডি+ রেজোলিউশনে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৮.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে। ফলে গেম খেলার সময় আলাদা অভিজ্ঞতা মিলবে। আবার ট্যাব যাতে বেশি গরম না হয় তার জন্য মিলবে লিজিয়ন কোল্ডফ্রন্ট ভেপার থার্মাল সলিউশন। এটি ব্যবহার উপর ভিত্তি করে তিনটি মোড অফার করবে – বিস্ট মোড, ব্যালান্সড মোড, ও এনার্জি সেভিং মোড।

এক্সটার্নাল ডিসপ্লেতে কানেক্ট করতে চাইলে সেই সুবিধাও দেবে লেনোভো। ট্যাবলেটে ক্যামেরার দরকার খুব একটা থাকে না। তাই পিছনে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়েল, আর সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরাা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। দুর্দান্ত অডিও আউটপুটের জন্য থাকছে স্টিরিও স্পিকার সেটআপ ও ডলবি এটমোস সাপোর্ট। এছাড়া, লেনোভো লিজিয়ন ট্যাবলেটের শক্তিশালী ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Lenvo Legion Tablet: দাম

জাস্ট ধারণা দেওয়ার জন্য বলি, লেনোভো লিজিয়ন ট্যাবের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৪৯৯ ইউরো। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৪,৬০০ টাকা।