Lenovo Legion Tab: ভারতের প্রথম গেমিং ট্যাবলেটের দাম লঞ্চের আগেই ফাঁস হল

লেনোভো শীঘ্রই ভারতের বাজারে আনছে লেনোভো লিজিয়ন গেমিং ট্যাবলেট। ডিভাইসটি ফ্লিপকার্টে পাওয়া যাবে। লঞ্চের আগে এখন এর দাম প্রকাশ্যে এল।

Lenovo Legion Gaming Tablet Listed On Flipkart Specifications And India Pricing Leaked

লেনোভো আগামী ২০ জুলাই ভারতের বাজারে প্রথম তাদের অ্যান্ড্রয়েড গেমিং ট্যাবলেট, লেনোভো লিজিয়ন গেমিং ট্যাবলেটটি উন্মোচন করতে চলেছে। ফ্লিপকার্ট-এর সাইটে ডিভাইসটির প্রি-অর্ডার আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে। লঞ্চের আগে লেনোভো লিজিয়ন গেমিং ট্যাবের দাম সহ একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে।

ভারতে লেনোভো লিজিয়ন গেমিং ট্যাবলেটের দাম

ফ্লিপকার্ট লিস্টিং অনুযায়ী, লেনোভো লিজিয়ন গেমিং ট্যাবলেটের ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ভারতে ৬৫,০০০ টাকা হবে। এর সাথে একটি ফ্লিপকার্ট অ্যাক্সিস ক্রেডিট কার্ড ক্যাশব্যাক থাকবে, যা দামকে ৬১,৬৫৫ টাকায় নামিয়ে আনবে। এটি একটি স্টর্ম গ্রে কালার অপশনে পাওয়া যাবে।

লেনোভো লিজিয়ন গেমিং ট্যাবলেটের স্পেসিফিকেশন

লেনোভো লিজিয়ন ট্যাব ইতিমধ্যেই বিশ্ব বাজারে উপলব্ধ, যা এই গেমিং ট্যাবলেট কি কি অফার করতে পারে সে সম্পর্কে ধারণা দেয়। এছাড়াও, ফ্লিপকার্ট আসন্ন লেনোভো লিজিয়ন ট্যাবের কিছু বিবরণ শেয়ার করেছে। বৈশিষ্ট্যের ক্ষেত্রে, ট্যাবলেটটিতে ৮.৮ ইঞ্চির ফুলএইচডি+ (৩,২০০ x ১,৮০০ পিক্সেল) এলসিডি স্ক্রিন থাকবে। ডিসপ্লেতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং লেনোভোর পিওরসাইট গেমিং ডিসপ্লে প্রযুক্তিও থাকবে।

Lenovo, Lenovo Legion Tab, Lenovo Legion Tab Price, Lenovo Legion Tab Specifications, লেনোভো লিজিয়ন ট্যাব

লেনোভো লিজিয়ন গেমিং ট্যাবলেটটি ৪ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে, যা ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। এটি ১ টিবি পর্যন্ত অতিরিক্ত স্টোরেজ সম্প্রসারণ সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য, লেনোভো লিজিয়ন গেমিং ট্যাবলেটটি একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অফার করবে। আর ফোনের সামনে লেনোভো লিজিয়ন ট্যাব একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং কোয়ালকম কুইক চার্জ ৩.০৩ প্রযুক্তির সাপোর্ট সহ ৬,৫৫০ এমএএইচ ব্যাটারি থাকবে। এছাড়া, ট্যাবলেটটিতে সংযোগের জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ৫.৩, ওয়াই-ফাই ৬ই এবং ডিসপ্লেপোর্ট ১.৪ অন্তর্ভুক্ত থাকবে।