ভারতে আর পাওয়া যাবেনা Aprilla SR 125, জানুন কারণ

ইতালিয়ান টু-হুইলার নির্মাতা Aprilla তাদের হাই-স্পেসিফিকেশন স্পোর্টস বাইকের জন্য জনপ্রিয়৷ তবে সংস্থাটির ১২৫-১৬০ সিসির স্কুটার সেগমেন্টেও উপস্থিতি আছে৷ বর্তমানে Aprilla, SR 125 এবং Storm নামে দুটি ১২৫ সিসির স্কুটার বিক্রী করে৷ Aprilla SR 125 মডেলের দাম ৮৭,০৮২ টাকা এবং অপরদিকে Storm এর দাম শুরু হয়েছে ৯২,৬০২ টাকা (এক্স-শোরুম, দিল্লী) থেকে৷ Storm গত জুলাইয়ে ডিস্ক ভ্যারিয়েন্টেও এসেছিল , যেটি বর্তমানে ৯৫,১৪৮ টাকায় (এক্স-শোরুম, দিল্লী) পাওয়া যাচ্ছে৷

তবে Zigwheels এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, SR 125 এবং Storm মডেলদুটির মধ্যে দামের তারতম্য নগণ্য হওয়ায়, Aprilla, SR 125 মডেলটিকে ভারতের বাজার থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে৷ অর্থাৎ বিদ্যমান স্টক শেষ হয়ে যাওয়ার পর এদেশে SR 125 মডেলটি আর পাওয়া যাবে না৷ ১২৫ সিসি স্কুটার সেগমেন্টে সংস্থার Storm মডেলটিই শুধুমাত্র উপলব্ধ হবে৷ তবে এই বিষয়ে এখনো Aprilla এর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি৷

প্রতিবেদনটিতে এটাও ইঙ্গিত করা হয়েছে, Aprilla সংস্থার প্রিমিয়াম মডেলগুলির জন্য কেবল “SR” নামটি ধরে রাখবে৷ সেক্ষেত্রে ১২৫ সিসি স্কুটার সেগমেন্টে শুধুমাত্র Storm মডেলটির মাধ্যমে Aprilla এর উপস্থিতি থাকবে৷

এদিকে নভেম্বরে Aprilla ভারতে আনছে তাদের নতুন স্কুটার SXR 160। এতে ১৬০ সিসির ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন দেওয়া হবে।  এই ইঞ্জিন সর্বোচ্চ ১১ ব্রেকহর্সপাওয়ার ও সমপরিমান (১১) টর্ক উৎপন্ন করে। SXR 160 ম্যাক্সি স্কুটারটির ডিজাইন এলিমেন্ট এবং বডি গ্রাফিক্স দারুন স্ট্যাইলিশ। স্কুটারের সামনে এলইডি ডিএলআর সহ ডুয়াল হেডল্যাম্প ইউনিট দেওয়া হয়েছে। Aprilla SXR 160 এর এক্স-শোরুম মূল্য রাখা হতে পারে ১.২৫—১.৩০ লক্ষ টাকার মধ্যে।