Moto tab g84 leaked renders reveal design key specs india launch soon

Moto Tab G84: লঞ্চের আগেই মোটোরোলার নতুন ট্যাবের ছবি ফাঁস, থাকছে দুর্দান্ত ফিচার্স

মোটোরোলা আগামী ২১ সেপ্টেম্বর ভারতে Motorola Edge 40 Neo লঞ্চ করতে চলেছে। তার আগেই সংস্থা Moto G54 5G এবং Moto G84 5G নামে আরও দুই স্মার্টফোন দেশে এনেছে৷ আবার শীঘ্রই ভারতে এক নতুন ট্যাব হাজির করতে পারে তারা। এক জনপ্রিয় টিপস্টার Moto Tab G84 নামে আপকামিং ট্যাবটির কিছু ছবি শেয়ার করেছেন। তার দাবি, ট্যাবলেটটি Moto Tab G70-এর উত্তরসূরি হবে। ফাঁস হওয়া ছবি থেকে আপকামিং ট্যাবটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Moto Tab G84-এর ডিজাইন ফাঁস

ফাঁস হওয়া ছবি অনুযায়ী, মোটো ট্যাব জি৮৪ ট্যাবের ডিসপ্লের চারপাশে পুরু বেজেল থাকবে। সেলফি ক্যামেরাটি অনুভূমিকভাবে ট্যাবের টপ বেজেলে অবস্থান করবে। কোম্পানি একে চারটি স্পিকারের সঙ্গে আনবে, যা নীচে এবং ওপরে দেখা যাবে। সেকেন্ডারি মাইক্রোফোন ট্যাবের বাম দিকে স্পিকার গ্রিলের সাথে থাকবে। এছাড়া, ডিভাইসটির ডানদিকে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, দেখা যাবে।

পেছনের দিকে মেটালিক ফিনিশ থাকবে। মোটোরোলা ব্র্যান্ডের ‘ব্যাটউইং’ লোগোটি ল্যান্ডস্কেপ অবস্থানে মোটো ট্যাব জি৮৪-এর রিয়ার প্যানেলের কেন্দ্রে দেখা যাবে। ডলবি অ্যাটমোস (Dolby Atmos) এবং জেবিএল (JBL) লোগোগুলিও দেখতে পাওয়া যাবে, যা আসন্ন ট্যাবলেটের জন্য মোটোরোলা সাথে ব্র্যান্ডগুলির গাঁটছড়ার বিষয়টি নিশ্চিত করে।

আবার, মোটো ট্যাব জি৮৪-আর পিছনে কাট-আউট রয়েছে, যা সম্ভবত স্টাইলাসের জন্য ম্যাগনেটিক কানেক্টর হিসাবে ব্যবহৃত হবে। কোম্পানি তাদের এই নয়া ট্যাবে ৮ মেগাপিক্সেলের একটাই রিয়ার ক্যামেরা ব্যবহার করবে, আর ক্যামেরা কাট-আউটের ভিতরে এলইডি ফ্ল্যাশলাইটও থাকবে। ট্যাবলেটের নীচে পোগো পিন কীবোর্ড এবং অন্যান্য অ্যাক্সেসরিজের জন্য সাপোর্ট থাকবে৷

অ্যাপুয়ালসের রিপোর্ট উল্লেখ করা হয়েছে যে, এখনও Moto G84-এর অন্যান্য স্পেসিফিকেশন এবং মূল্য সামনে আসেনি। প্রসঙ্গত, মোটোরোলা ভারতে গত বছরের জানুয়ারিতে Moto Tab G70 লঞ্চ করেছিল। যাতে ১১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G90T প্রসেসর, লইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা উপস্থিত রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Tab G70-এ ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এই ট্যাবের একমাত্র ভ্যারিয়েন্ট ২১,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। আপগ্রেডেড স্পেসিফিকেশন সহ Moto Tab G84-এর দাম ২৫,০০০ টাকার নীচে থাকবে বলে আশা করা হচ্ছে।