Categories: Tablets

Moto Tab G84: লঞ্চের আগেই মোটোরোলার নতুন ট্যাবের ছবি ফাঁস, থাকছে দুর্দান্ত ফিচার্স

মোটোরোলা আগামী ২১ সেপ্টেম্বর ভারতে Motorola Edge 40 Neo লঞ্চ করতে চলেছে। তার আগেই সংস্থা Moto G54 5G এবং Moto G84 5G নামে আরও দুই স্মার্টফোন দেশে এনেছে৷ আবার শীঘ্রই ভারতে এক নতুন ট্যাব হাজির করতে পারে তারা। এক জনপ্রিয় টিপস্টার Moto Tab G84 নামে আপকামিং ট্যাবটির কিছু ছবি শেয়ার করেছেন। তার দাবি, ট্যাবলেটটি Moto Tab G70-এর উত্তরসূরি হবে। ফাঁস হওয়া ছবি থেকে আপকামিং ট্যাবটির সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Moto Tab G84-এর ডিজাইন ফাঁস

ফাঁস হওয়া ছবি অনুযায়ী, মোটো ট্যাব জি৮৪ ট্যাবের ডিসপ্লের চারপাশে পুরু বেজেল থাকবে। সেলফি ক্যামেরাটি অনুভূমিকভাবে ট্যাবের টপ বেজেলে অবস্থান করবে। কোম্পানি একে চারটি স্পিকারের সঙ্গে আনবে, যা নীচে এবং ওপরে দেখা যাবে। সেকেন্ডারি মাইক্রোফোন ট্যাবের বাম দিকে স্পিকার গ্রিলের সাথে থাকবে। এছাড়া, ডিভাইসটির ডানদিকে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, দেখা যাবে।

পেছনের দিকে মেটালিক ফিনিশ থাকবে। মোটোরোলা ব্র্যান্ডের ‘ব্যাটউইং’ লোগোটি ল্যান্ডস্কেপ অবস্থানে মোটো ট্যাব জি৮৪-এর রিয়ার প্যানেলের কেন্দ্রে দেখা যাবে। ডলবি অ্যাটমোস (Dolby Atmos) এবং জেবিএল (JBL) লোগোগুলিও দেখতে পাওয়া যাবে, যা আসন্ন ট্যাবলেটের জন্য মোটোরোলা সাথে ব্র্যান্ডগুলির গাঁটছড়ার বিষয়টি নিশ্চিত করে।

আবার, মোটো ট্যাব জি৮৪-আর পিছনে কাট-আউট রয়েছে, যা সম্ভবত স্টাইলাসের জন্য ম্যাগনেটিক কানেক্টর হিসাবে ব্যবহৃত হবে। কোম্পানি তাদের এই নয়া ট্যাবে ৮ মেগাপিক্সেলের একটাই রিয়ার ক্যামেরা ব্যবহার করবে, আর ক্যামেরা কাট-আউটের ভিতরে এলইডি ফ্ল্যাশলাইটও থাকবে। ট্যাবলেটের নীচে পোগো পিন কীবোর্ড এবং অন্যান্য অ্যাক্সেসরিজের জন্য সাপোর্ট থাকবে৷

অ্যাপুয়ালসের রিপোর্ট উল্লেখ করা হয়েছে যে, এখনও Moto G84-এর অন্যান্য স্পেসিফিকেশন এবং মূল্য সামনে আসেনি। প্রসঙ্গত, মোটোরোলা ভারতে গত বছরের জানুয়ারিতে Moto Tab G70 লঞ্চ করেছিল। যাতে ১১ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, MediaTek Helio G90T প্রসেসর, লইডি ফ্ল্যাশ সহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা উপস্থিত রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের জন্য, Moto Tab G70-এ ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৭,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ এই ট্যাবের একমাত্র ভ্যারিয়েন্ট ২১,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। আপগ্রেডেড স্পেসিফিকেশন সহ Moto Tab G84-এর দাম ২৫,০০০ টাকার নীচে থাকবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago