আগামীকাল ভারতে আসছে Infinix Hot 10 এর ৪ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট

পাকিস্তানের পর এমাসের শুরুতেই ভারতে লঞ্চ হয়েছিল Infinix Hot 10। এই ফোনটি ভারতে ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট সহ এসেছিল। তবে এবার এই ফোনটির সস্তা ভ্যারিয়েন্ট ভারতে আসছে। আগামীকাল অর্থাৎ ২৩ অক্টোবর ভারতে লঞ্চ হবে Infinix Hot 10 এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। যদিও স্টোরেজের পরিবর্তন ছাড়া ফোনটির অন্যান্য স্পেসিফিকেশনে কোনো বদল আনা হয়নি। ইনফিনিক্স হট ১০ ফোনটি Flipkart থেকে পাওয়া যাবে। জানিয়ে রাখি Infinix তাদের XClub কমিউনিটি পেজে এই ফোনের ওপর একটি কনটেস্টের আয়োজন করেছে। যেখানে অংশগ্রহণ করে আপনি বিনামূল্যে ফোনটি জিততে পারেন।

Infinix Hot 10 এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম

ইনফিনিক্স তাদের হট ১০ এর নতুন ভ্যারিয়েন্টের লঞ্চ ডেট জানালেও, দাম এখনও সামনে আনেনি। জানিয়ে রাখি ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। সেহেতু মনে করা হচ্ছে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ৮,৪৯৯ বা ৮,৯৯৯ টাকা।

জানিয়ে রাখি পাকিস্তানে ৪ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ৯,৩০০ টাকা। আবার ৬ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ১০,৬০০ টাকা। ফোনটি অ্যাম্বার রেড, মুনলাইট জেড, ওশান ওয়েভ ও ওবিসিডিয়ান ব্ল্যাক কালারে পাওয়া যাবে। 

Infinix Hot 10 স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট ১০ ফোনে আছে ৬.৭৮ ইঞ্চি এইচডি প্লাস Infinity-O ডিসপ্লে। ফোনটির পাঞ্চ হোলের মধ্যে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে ARM মালি জি৫২ জিপিইউ। অপারেটিং সিস্টেম হিসাবে এতে পাবেন অ্যান্ড্রয়েড ১০ বেসড এক্সওএস ৭ স্কিন। আবার Infinix Hot 10 ফোনটির পিছনে আছে চারটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। অন্য তিনটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স ও এআই লেন্স।

Infinix Hot 10 ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সাথে ফেস আনলক ফিচারও উপলব্ধ। Infinix Hot 10 ফোনে পাবেন ৫,২২০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য আছে ইউএসবি পোর্ট। আবার এতে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। এরসাথে এতে DTS Audio, ৩.৫ মিমি হেডফোন জ্যাক আছে।