OnePlus pad 2 to come with many industry first features says OnePlus president

ইন্ডাস্ট্রি ফার্স্ট ফিচার্স নিয়ে আসবে OnePlus Pad 2, বড় দাবি ওয়ানপ্লাসের প্রেসিডেন্টের

ওয়ানপ্লাসের পরবর্তী প্রজন্মের ট্যাবলেটটিকে নিয়ে বর্তমানে প্রযুক্তি মহলে জল্পনা তুঙ্গে। কিছুদিন আগেই একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিলে যে OnePlus Pad 2 ট্যাবের লঞ্চ কোনও অনিবার্য কারণে স্থগিত করেছে কোম্পানি। তবে সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে যে ট্যাবলেটটি চলতি মাসেই বাজারে পা রাখবে। কোম্পানি অবশ্য এখনও এবিষয়ে মুখ খোলেনি। তবে তারা যে ডিভাইস থেকে বাজারে আনা প্রস্তুতি নিচ্ছে, তা স্পষ্ট। আর এখন ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট OnePlus Pad 2 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

OnePlus Pad 2 আসছে একাধিক ‘ইন্ডাস্ট্রি-ফার্স্ট’ ফিচারের সাথে

ব্র্যান্ডের চীনা শাখার প্রেসিডেন্ট লি জিই, সম্প্রতি তাদের ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে আসন্ন ওয়ানপ্লাস প্যাড ২ সম্পর্কে কথা বলেছেন। তার মতে, এই ট্যাবটিতে বেশ কিছু ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফিচার থাকবে। তিনি পোস্টে লিখেছেন যে, ব্র্যান্ডের আইওটি (IoT) পার্টনাররা বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য অনেক অভিনব প্রোডাক্ট তৈরি করেছে। তবে, তিনি নিজে ডিভাইসটির সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেননি।

সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস প্যাড ২ চারটি স্টোরেজ সংস্করণে বাজারে আসবে – ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ। ট্যাবটি দুটি কালার অপশনে পাওয়া যাবে – স্পেস গ্রে এবং খাঁকি গ্রীন। ডিভাইসটির ওজন ৫৮৫ গ্রাম হবে, যা গত বছর এপ্রিলে প্রকাশিত ৫৫২ গ্রামের ওয়ানপ্লাস প্যাডের তুলনায় কিছুটা ভারী।

OnePlus Pad 2 ইতিমধ্যেই “OP2404” মডেল নম্বর সহ গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যা প্রকাশ করেছে যে এটিতে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Gen 3 ফ্ল্যাগশিপ চিপসেটটি ব্যবহৃত হবে। এই ডিভাইসটি প্রতিযোগীদের তুলনায় পারফরম্যান্সে অবশ্যই ওপরের দিকে থাকবে। যেমনটা ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছেন যে, OnePlus Pad 2 নির্দিষ্ট কিছু সফ্টওয়্যার ফিচারের সাথে আসতে পারে, যা ‘র পাওয়ার’-এর সুবিধা নেয়। তুলনামূলকভাবে, গত বছরের OnePlus Pad ৪ ন্যানোমিটারের MediaTek Dimensity 9000 প্রসেসর সহ এসেছে, এটি একটি ফ্ল্যাগশিপ চিপসেট যা ২০২১ সালের শেষের দিকে প্রকাশিত হয়েছিল।

জানিয়ে রাখি, Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে একটি ৩.৩ গিগাহার্টজ ক্লক স্পিডের কর্টেক্স-এক্স৪ কোর, পাঁচটি কর্টেক্স-এ৭২০ কোর (তিনটি ৩.২ গিগাহার্টজ ক্লক স্পিডের এবং দুটি ৩.০ গিগাহার্টজ গতির) এবং ২.৩ গিগাহার্টজে কাজ করা দুটি পাওয়ার সাশ্রয়ী কর্টেক্স এ-৫২০ কোর রয়েছে। প্রসেসরের সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৭৫০ জিপিইউ যুক্ত থাকবে। চিপটি গিকবেঞ্চের সিঙ্গেল এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ২,০০০ এবং ৭,০০০ পয়েন্ট অর্জন করেছে, যা MediaTek Dimensity ৯৩০০ চিপসেটের থেকে সামান্য নিচে।

OnePlus Pad 2 ট্যাবের সামনে ১২.১ ইঞ্চির ৩কে (৩,০০০ x ২,১২০) এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৩০৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৯০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ডিভাইসটিতে ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট সহ বড় ৯,৫১০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা পূর্বসূরির মতোই। যেহেতু Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি Dimensity 9000-এর চেয়ে বেশি শক্তিশালী এবং একটি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত, তাই এটি ইন্ডাস্ট্রি ফাস্ট ফিচার যুক্ত OnePlus Pad 2 ট্যাবের ব্যাটারি লাইফ তার পূর্বসূরির তুলনায় কতটা বৃদ্ধি করে, সেটাই এখন দেখার।