5000 টাকা পর্যন্ত ছাড়, প্রথম সেলে সবচেয়ে কম দামে কেনার সুযোগ OnePlus Pad Go

গত ৬ই অক্টোবর ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল OnePlus Pad Go। এটিকে বিদ্যমান OnePlus Pad মডেলের ডাউন-গ্রেড ভার্সন হিসাবে...
SUPARNA 20 Oct 2023 6:05 PM IST

গত ৬ই অক্টোবর ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল OnePlus Pad Go। এটিকে বিদ্যমান OnePlus Pad মডেলের ডাউন-গ্রেড ভার্সন হিসাবে লঞ্চ করা হয়। আজ প্রথমবার এদেশে একে সংস্থার অনলাইন স্টোর সহ ই-কমার্স সাইট Amazon ও Flipkart -এর মাধ্যমে সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। লঞ্চ অফার হিসেবে, শিক্ষার্থীরা এই ট্যাবলেটটির উপর বাম্পার ছাড় পাবেন। নয়া OnePlus Pad Go ট্যাবে ২.৪কে রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট, ২৫৬ জিবি স্টোরেজ এবং ৮,০০০ এমএএইচ ব্যাটারি মিলবে।

ভারতে OnePlus Pad Go -এর দাম ও সেল অফার

ভারতে ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবলেটকে মোট তিনটি স্টোরেজ ও কানেক্টিভিটি অপশনের সাথে লঞ্চ করা হয়েছে। নিচে ভ্যারিয়েন্টগুলির দাম দেওয়া হল -

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ (WiFi) – ১৯,৯৯৯ টাকা,

৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ (LTE) – ২১,৯৯৯ টাকা,

৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ (LTE) – ২৩,৯৯৯ টাকা।

আগ্রহীরা আলোচ্য মডেলটিকে ওয়ানপ্লাস স্টোর (OnePlus Store), ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর (OnePlus Experience Stores), ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart), রিটেল স্টোর রিলায়েন্স ডিজিটাল (Reliance Digital), ক্রোমা (Croma) সহ অন্যান্য শীর্ষস্থানীয় রিটেল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন।

সেল অফারের কথা বললে, যেসকল ক্রেতারা ICICI, SBI ব্যাঙ্কের কার্ড অথবা One Card ব্যবহার করে পেমেন্ট করবেন তাদের ২,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। আবার ওয়ানপ্লাস স্টোর থেকে OnePlus Pad Go এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ (ওয়াই-ফাই) মডেল কিনলে, অতিরিক্তভাবে আরো ১,০০০ টাকার ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে।

সর্বোপরি, শিক্ষার্থীরা যদি ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবলেটের ওয়াই-ফাই মডেলটি কেনেন তবে ধার্য মূল্যের উপর আরো ২,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন। আর LTE মডেল বেছে নিলে ১,০০০ টাকা সাশ্রয় করতে পারবেন। এছাড়া রেড কেবল ক্লাবের মেম্বাররা সংস্থার অফিসিয়াল ওযেবসাইটের (OnePlus.in) মাধ্যমে ট্যাবলেটটি কেনার ক্ষেত্রে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টের সুবিধা উপভোগ করতে পারবেন।

OnePlus Pad Go এর স্পেসিফিকেশন

ফ্ল্যাট-এজ ডিজাইনের ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবলেটে ১১.৩৫-ইঞ্চির ২.৪কে ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। এই টাচস্ক্রিনটি টিইউভি রাইনল্যান্ড (TÜV Rheinland) দ্বারা সার্টিফায়েড এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস, ৭:৫ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ও ডিসি ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে৷ ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে অক্টা-কোর হেলিও জি৯৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি রম পাওয়া যাবে। এই ট্যাবলেট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.২ (OxygenOS 13.2) কাস্টম ইউজার ইন্টারফেস চালিত।

ক্যামেরা বিভাগের কথা বললে, OnePlus Pad Go ট্যাবে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার দেওয়া হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ইউজারদের অতিরিক্ত নিরাপত্তার জন্য এই ডিভাইসে ফেস আনলক ফিচারের সুবিধা বিদ্যমান। তদুপরি কানেক্টিভিটি বিকল্প হিসাবে এতে - ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.২, জিপিএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Pad Go ট্যাবলেটে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৮,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Show Full Article
Next Story