লক স্ক্রিনে দেখা যাবে কনটেন্ট, Jio ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর আনছে Glance

স্মার্টফোনে লক স্ক্রিন কনটেন্ট সরবরাহের জন্য সুপরিচিত Glance প্ল্যাটফর্মে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,৫১০ কোটি টাকা) বিনিয়োগের পথে হাঁটছে রিলায়েন্স জিও (Reliance Jio)। সোমবার গ্লান্সের (Glance) পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। অবগতির জন্য জানিয়ে রাখি, লক স্ক্রিন কনটেন্ট সরবরাহকারী Glance, Alphabet দ্বারা সমর্থিত এবং অ্যাড-টেক ফার্ম In-Mobi’র মালিকানাধীন একটি সংস্থা। Reliance Jio’র বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের ফলে আলোচ্য সংস্থাটি ভারতের বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, রাশিয়ার মতো আন্তর্জাতিক বাজারেও পরিচিতি অর্জন এবং ব্যবসা সম্প্রসারণ করতে পারবে বলে মনে করা হচ্ছে।

Jio স্মার্টফোনে পার্সোনালাইজড লক স্ক্রিন কনটেন্ট সরবরাহ করবে Glance

জিও’র তরফ থেকে বড় অঙ্কের বিনিয়োগ টানার পাশাপাশি গ্লান্স Reliance Retail Ventures Limited -এর সাথেও চুক্তিতে শামিল হয়েছে। এর ফলে আগামীদিনে অসংখ্য JioPhone (স্মার্টফোন) ডিভাইসে লক স্ক্রিন কনটেন্ট হিসেবে গ্লান্স বিনোদন এবং অন্যান্য খবর, লাইভ ভিডিও প্রভৃতি সরবরাহ করতে পারে। In-Mobi গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবং মুখ্য কার্যনির্বাহী অফিসার নবীন তিওয়ারি একটি ফোন ইন্টারভিউয়ে নিজেই একথা জানিয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে গ্লান্স টেক জায়ান্ট Google এবং সিলিকন ভ্যালি ভিত্তিক সংস্থা Mithril Capital দ্বারাও সমর্থিত। এর উপরে রিলায়েন্স জিও’র আলোচ্য বিনিয়োগ যে কোম্পানির (Glance) শ্রীবৃদ্ধিকে আরো ত্বরান্বিত করবে তা বলার অপেক্ষা রাখেনা। অভিজ্ঞ মহলের মতে ভবিষ্যতে আমরা এই ধরনের আরো বহু কৌশলী চুক্তি দেখতে পাবো। দেশের মধ্যে মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স জিওকেই এক্ষেত্রে অগ্রগামী বলা উচিত। সম্প্রতি এই সংস্থা বিভিন্ন কনজিউমার ইন্টারনেট ফার্মের স্টেক ক্রয়ের মাধ্যমে নিজেদের প্ল্যাটফর্মের আওতায় সেইসব পরিষেবা প্রদানের চেষ্টা করছে। এভাবে জিও আন্তর্জাতিক বাজারেও টেকনোলজি জায়ান্ট হিসেবে উঠে আসতে চাইছে যে আকাঙ্ক্ষা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রতিফলিত।

এদিকে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে এশিয়াব্যাপী প্রায় ৪০০ মিলিয়ন স্মার্টফোনে গ্লান্সের লক স্ক্রিন কনটেন্ট উপলব্ধ। এর ফলে এই ব্যাপক সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারী ইন্টারনেটে সার্চ বা বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড ছাড়াই লক স্ক্রিনে দারুণ দারুণ কনটেন্ট দেখতে সমর্থ হন। পার্সোনালাইজড কনটেন্ট ভিত্তিক এআই (AI) প্রযুক্তি, লাইভ ই-কমার্স এবং গেমিং ফিচারের মাধ্যমে গ্লান্স উক্ত পরিষেবা সরবরাহ করে থাকে। Jio’র সাথে কৌশলী চুক্তির ফলে তারা আরো অজস্র স্মার্টফোন ব্যবহারকারীর কাছে নিজেদের পরিষেবা পৌঁছে দিতে পারবেন বলে Glance জানিয়েছে।