বিনামূল্যে পেয়ে যান ট্যাবলেট বা ইয়ারবাডস, OnePlus Pad এর প্রি-অর্ডারকারীদের জন্য অবিশ্বাস্য অফার
OnePlus Pad ট্যাবলেটের সামনে ২.৫ডি কার্ভড গ্লাস প্রটেকশন সহ ১১.৬১-ইঞ্চির ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২৮০০ x ২০০০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিটস ব্রাইটনেস, ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে

গত ৮ই ফেব্রুয়ারি OnePlus তাদের প্রথম ট্যাবলেট বাজারে নিয়ে এসেছিল। আর আজ অর্থাৎ লঞ্চের ১ মাস পর, সংস্থাটি OnePlus Pad এর প্রি-অর্ডারের তারিখ ঘোষণা করলো, যা আগামী ১০ই এপ্রিল ২০২৩ নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে আগাম-অর্ডারকারীরা ওই দিনে অল্প অর্থ প্রদান করে OnePlus ট্যাবলেটটি নিজের নামে করতে পারবেন বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। বাকি অর্থ পরে সংগ্রহ করা হবে, যদিও সংস্থাটি নির্দিষ্ট করে কোনো তারিখ উল্লেখ করেনি।
এই বিষয়ে ওয়ানপ্লাস সম্প্রতি একটি টিজার পোস্ট করেছে। এই টিজার অনুসারে, নতুন ওয়ানপ্লাস ট্যাব কিনলে ক্রেতারা সাথে কিছু আকর্ষণীয় উপহারও পাবেন। যদিও প্রি-অর্ডারকারীদের বোনাস আইটেম হিসাবে কি উপহার দেওয়া হবে তা অস্পষ্ট। তবে এটুকু জানা গেছে যে, আগ্রহী ক্রেতারা প্রোডাক্ট পেজে থাকা “নোটিফাই মি” বাটনে ক্লিক করে একটি প্রমোশনাল কন্টেস্টে অংশগ্রহণ করে বিনামূল্যে ট্যাবলেট বা OnePlus Buds Z2 ইয়ারবাডস জিতে নিতে পারবেন।

OnePlus Pad -এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটের সামনে ২.৫ডি কার্ভড গ্লাস প্রটেকশন সহ ১১.৬১-ইঞ্চির ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২৮০০ x ২০০০ পিক্সেল রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিটস ব্রাইটনেস, ৮৮% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ডলবি ভিশন টেকনোলজি সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩ দ্বারা চালিত। স্টোরেজ হিসাব এটি ১২ জিবি LPDDR5 র্যাম এবং ২৫৬ জিবি UFS 3.1 রম অফার করে।
অন্যান্য ফিচারের কথা বললে, এই ওয়ানপ্লাস প্যাড বেশ কয়েকটি এক্সক্লুসিভ ট্যাবলেট বৈশিষ্ট্য অফার করে, যেমন – OTP যাচাইকরণের জন্য অন্যান্য ওয়ানপ্লাস ডিভাইসের সাথে অটো-কানেকশন, ৫জি সেলুলার শেয়ারিং, উন্নত টেক্সট মেসেজিং এবং ফাইল শেয়ারিং ক্যাপাবিলিটি। আবার অডিও বিভাগের ক্ষেত্রে, এতে ডলবি অ্যাটমস অডিও এবং অমনিবিয়ারিং সাউন্ড ফিল্ড প্রযুক্তি সহ কোয়াড স্পিকার সিস্টেম মিলবে।
ফটোগ্রাফির জন্য OnePlus Pad ট্যাবে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত। তদুপরি নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬ সহ এসেছে ডিভাইসটি। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে দেওয়া হয়েছে ৯,৫১০ এমএএইচ ব্যাটারি, যা ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি এক মাস স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে দাবি করেছে ওয়ানপ্লাস।