Categories: Tablets

OnePlus Pad: ওয়ানপ্লাসের মালামাল অফার, ট্যাব বুক করলে কীবোর্ড, স্টাইলাস পেন ফ্রি

ওয়ানপ্লাস গত ফেব্রুয়ারি মাসে চীনের বাজারে ফ্ল্যাগশিপ OnePlus Ace 2 স্মার্টফোনটি লঞ্চ করেছে। একইসময়ে এই হ্যান্ডসেটটি গ্লোবাল মার্কেটে OnePlus 11R হিসেবে উন্মোচিত হয়েছে। Ace 2 বর্তমানে গ্লেসিয়ার ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। তবে এখন ওয়ানপ্লাস ঘোষণা করেছে যে, তারা তাদের জনপ্রিয় এই ফোনটির একটি বিশেষ লাভা রেড (Lava Red) ভ্যারিয়েন্ট লঞ্চ করতে চলেছে। কোম্পানি লঞ্চের নির্দিষ্ট তারিখটিও নিশ্চিত করেছে। আসুন তাহলে কবে OnePlus Ace 2 লাভা রেড সংস্করণটি হোম মার্কেটে উন্মোচিত হবে, জেনে নেওয়া যাক।

OnePlus Ace 2-এর বিশেষ Lava Red ভ্যারিয়েন্ট বাজারে আসছে আগামী সপ্তাহেই

ওয়ানপ্লাস নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস এস ২-এর লাভা রেড কালার ভ্যারিয়েন্টটি চীনে আগামী ১৭ এপ্রিল সন্ধ্যা ৭ টায় (স্থানীয় সময়) লঞ্চ হবে এবং ওই দিনই কেনার জন্য উপলব্ধ হবে। নতুন লাভা রেড ভ্যারিয়েন্টের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল ভেগান বা নকল লেদার নির্মিত ব্যাক প্যানেল, যা একটি আকর্ষণীয় এবং স্টাইলিশ লুক উপহার দেবে। এটি শুধুমাত্র একটি ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। ওয়ানপ্লাস এস ২-এর লাভা রেড মডেলটি রেগুলার সংস্করণের মতোই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। তবে এটির দাম রেগুলার ভ্যারিয়েন্টের মতো ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৪৫০ টাকা) হবে কিনা, তা এখনও জানা যায়নি।

OnePlus Ace 2-এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এস ২-এ ২,৭৭২×১,২৪০ পিক্সেলের রেজোলিউশন সহ বড় ৬.৭৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ব্যবহারের ওপর নির্ভর করে ১২০ হার্টজ, ৯০ হার্টজ, ৬০ হার্টজ, ৪৫ হার্টজ বা ৪০ হার্টজের মধ্যে পরিবর্তিত হয়। স্ক্রিনটিতে ১,৪৫০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং ১০০% ডিসিআই-পি৩ কালার গ্যামট, সেইসাথে আসাহি গ্লাস এজিসি সুরক্ষাও রয়েছে।

ডিভাইসটি ৪ ন্যানোমিটার কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ অক্টা-কোর মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত, যার সাথে অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ, ১২ জিবি/১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি/ ৫১২ জিবি ইউএফএস৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে। ওয়ানপ্লাস এস ২ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, OnePlus Ace 2-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর৷ আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Ace 2-এ ১০০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এছাড়া, OnePlus Ace 2-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি অডিও, স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমোস, ৫জি স্ট্যান্ড অ্যালোন/নন স্ট্যান্ড অ্যালোন, ডুয়েল ৪জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। পরিশেষে, OnePlus Ace 2-এর পরিমাপ ১৬৩.৪×৭৪.৩×৮.৭ মিলিমিটার এবং ওজন ২০৪ গ্রাম।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

29 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

38 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

49 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago