Amazon Great Summer Sale: গ্রীষ্মের বাম্পার সেলে সবচেয়ে সস্তায় কিনুন OnePlus Pad ট্যাবলেট

আপনারা যদি নতুন ট্যাবলেট কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এটাই সবথেকে আদর্শ সময়! কেননা ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এ শুরু হয়ে গেছে Great Summer Sale। যেখানে…

আপনারা যদি নতুন ট্যাবলেট কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এটাই সবথেকে আদর্শ সময়! কেননা ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এ শুরু হয়ে গেছে Great Summer Sale। যেখানে গত বছর অক্টোবর মাসে আত্মপ্রকাশ করা OnePlus Pad মডেলটি অতিশয় সস্তায় বিক্রি হচ্ছে। এক্ষেত্রে ক্রেতারা কুপন ডিসকাউন্ট ও ব্যাঙ্ক কার্ড অফারের সাথে ডিভাইসটি ২৯,৯৯৯ টাকারও কমে কিনতে পারবেন। চলুন Amazon Great Summer Sale -এ OnePlus Pad ট্যাবলেটের সাথে কি কি অফার পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

Amazon Great Summer সেলে OnePlus Pad ট্যাবলেটের উপর অফার

অ্যামাজন গ্রেট সামার সেলে ওয়ানপ্লাস প্যাড ট্যাবলেটের ১২ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩৩,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। সেল চলাকালীন ক্রেতারা ডিভাইসটির সাথে ফ্লাট ২,০০০ টাকার কুপন ডিসকাউন্ট পেয়ে যাবেন। একই ভাবে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৩,০০০ টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ মোট ডিসকাউন্টের পরিমাণ থাকছে ৫,০০০ টাকা। উভয় অফারের লাভ ওঠাতে পারলে এই ট্যাবলেট ২৮,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসা সম্ভব। আপনারা ওয়ানপ্লাস প্যাড – হ্যালো গ্রীন কালার ভ্যারিয়েন্টে কিনতে পারবেন।

OnePlus Pad ট্যাবলেটের স্পেসিফিকেশন

OnePlus Pad ট্যাবলেটে সরু বেজেল পরিবেষ্টিত ১১.৬-ইঞ্চি ২.৮কে (২৮০০×২০০০ পিক্সেল) LCD 2.5D গ্লাস ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন এবং HDR 10+ প্রযুক্তি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৩.০৫ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডে রান করা কর্টেক্স-এক্স২ সাপোর্ট করে। এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। ডিভাইসটি র‍্যাম-ভিটা বা র‍্যাম এক্সপেনশন প্রযুক্তির সুবিধাও অফার করে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই ওয়ানপ্লাস ট্যাবলেট ডলবি অ্যাটমস ও অমনি-বিয়ারিং সাউন্ড ফিল্ড প্রযুক্তি সমর্থিত কোয়াড স্পিকার সিস্টেম সহ এসেছে। এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৮ মেগাপিক্সেল সেলফি শুটার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৬৭ ওয়াট সুপারভুক চার্জিং সহ ৯,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। ডিভাইসটির নীচে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে। এছাড়া OnePlus Pad ট্যাবলেট ওয়ানপ্লাস স্টাইলো এবং ম্যাগনেটিক কী-বোর্ড -এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এর ওজন ৫৫২ গ্রাম।