দেখতে যেন ল্যাপটপ, আজ লঞ্চের আগেই Oppo Pad 2 এর ছবি সহ ফিচার ফাঁস

লঞ্চের আগে ফাঁস হল Oppo Pad 2 ট্যাবলেটের ডিজাইন রেন্ডার এবং কী-ফিচার সমূহ

Oppo আজ অর্থাৎ ২১শে মার্চ তাদের হোম মার্কেটে Find X6 স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। তবে আলোচ্য ফ্ল্যাগশিপ লাইনআপটির পাশাপাশি, Oppo Pad 2 নামের একটি নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেটও চীনে উন্মোচন করা হবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এক্ষেত্রে আসন্ন এই ট্যাবলেট সম্ভবত ভারতে আগত OnePlus Pad -এর রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আত্মপ্রকাশ করবে। Oppo ইতিমধ্যেই তাদের এই লেটেস্ট ট্যাবলেটের কয়েকটি কী-ফিচার টিজ করেছে। আর এখন অর্থাৎ লঞ্চের মাত্র কয়েক ঘন্টা আগে, টিপস্টার স্নোপি টেক (Snoopy Tech) Oppo Pad 2 ট্যাবের ডিজাইন রেন্ডার ফাঁস করেছেন। পাশাপাশি ডিভাইসটির একটি প্রোমো ভিডিও -ও শেয়ার করেছেন টিপস্টার। যেখানে আলোচ্য ট্যাবলেটের একাধিক কী-ফিচারকে হাইলাইট করতে দেখা গেছে। চলুন আসন্ন Oppo Pad 2 ট্যাবলেটটের ডিজাইন রেন্ডার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কি কি জানা গেলো তা বিস্তারে দেখে নেওয়া যাক।

লঞ্চের আগে ফাঁস হল Oppo Pad 2 ট্যাবলেটের ডিজাইন রেন্ডার এবং কী-ফিচার সমূহ

ওপ্পো প্যাড ২ চীনের বাজারে একটি নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট অফারিং হিসাবে পা রাখবে। টিপস্টার দ্বারা শেয়ার করা রেন্ডার অনুসারে, এই ট্যাবলেটকে দুটি কালার বিকল্পে লঞ্চ হবে – গ্রে এবং গোল্ড। ডিভাইসটি সরু বেজেল পরিবেষ্টিত ডিসপ্লে প্যানেলের সাথে আসবে। ডিজাইনের নিরিখে, ট্যাবলেটটিকে অনুভূমিকভাবে রাখা হলে উপরের বেজেলে একটি ফ্রন্ট ক্যামেরা নজরে পড়বে। বাম প্রান্তে থাকছে পাওয়ার বাটন এবং উপরি বাম কোণে ভলিউম রকার অবস্থান করবে।

ফিচারের কথা বললে, Oppo Pad 2 কোয়াড স্পিকার সেটআপ সহ আসবে। এতে ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থন করবে। এছাড়া, ট্যাবলেটটি স্মার্ট স্টাইলাস এবং কীবোর্ডের সাথে সামঞ্জস্য হবে বলেও নিশ্চিত করেছে টিপস্টার

ওপ্পো সম্প্রতি একটি টিজার পোস্টারের মাধ্যমে নিশ্চিত করেছে যে, তাদের এই নয়া ট্যাবলেটে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অফার করবে। এছাড়া জানা যাচ্ছে, আপকামিং Oppo Pad 2 ভারতে ইতিমধ্যেই লঞ্চের মুখ দেখা OnePlus Pad -এর রিব্যাজড সংস্করণ হিসেবে আসবে। এমনটা হলে ওপ্পো ব্র্যান্ডিং ট্যাবলেটটিতে, সাবসিডিয়ারি সংস্থা ওয়ানপ্লাসের নিয়ে আসা মডেলটির অনুরূপ ফিচার বিদ্যমান থাকতে পারে বলেই আমাদের অনুমান। এক্ষেত্রে ওপ্পো ট্যাবলেটটিতে ১১.৬-ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক ব্রাইটনেস, ডলবি ভিশন এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করবে।

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, ডিভাইসের পিছনে থাকা বৃত্তাকার মডিউলের ভিতরে ১৩ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। আবার সামনে দেখা যাবে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবলেটে ৯,৫১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সমন্বিত থাকবে যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Oppo Pad 2 সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিন দ্বারা চালিত হবে। আর এর ওজন হবে প্রায় ৫৫০ গ্রাম এবং পুরুত্ব ৬.৫৪ মিমি হতে পারে। সংস্থার তরফ থেকে নিশ্চিত করে হয়েছে যে, আলোচ্য ওপ্পো ট্যাবকে সাদা রঙের স্টাইলাস এবং কালার-ম্যাচিং কীবোর্ডের সাথে লঞ্চ করা হবে।

প্রসঙ্গত, ওয়ানপ্লাস প্যাডকে ইতিমধ্যেই ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। যদিও, এর অফিসিয়াল বিক্রয় মূল্য বা প্রথম সেলের তারিখ এখনো প্রকাশ্যে আনেনি সংস্থাটি। তবে ভারতে আগামী ১০ই এপ্রিল থেকে ওয়ানপ্লাস ট্যাবের প্রি-অর্ডার শুরু হবে বলে নিশ্চিত করেছে অপ্পোর সাবসিডিয়ারি সংস্থা ওয়ানপ্লাস।