Oppo Pad 3 to support NFC cross device file management and mamy features

Oppo Pad 3: দামী স্মার্টফোনেও থাকে না! সেই সব ফিচার্স এবার ওপ্পোর ট্যাবলেটে

ওপ্পো বর্তমানে প্রস্তুতি নিচ্ছে তাদের পরবর্তী প্রজন্মের ট্যাবলেটটিকে বাজারে আনার জন্য, যা Oppo Pad 3 নামে আত্মপ্রকাশ করবে। এক সুপরিচিত টিপস্টার গত মাসের শেষের দিকে Oppo Pad 3 ট্যাবটির মূল বৈশিষ্ট্যগুলি প্রকাশ করেছে। আর এখন তিনি ওপ্পোর আসন্ন ট্যাবলেট সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করেছেন।

Oppo Pad 3 ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তিনি দাবি করেছেন যে আসন্ন ওপ্পো প্যাড ৩ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেটে চালিত হবে। তিনি এরসাথে আরও যোগ করেছেন যে, ডিভাইসটি নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট সহ আসবে এবং ক্রস-টার্মিনাল ফাইল ম্যানেজমেন্ট সাপোর্ট করবে। এছাড়াও, এটি 5G কানেক্টিভিটি শেয়ার করতে, ডুয়েল-সিম কলের উত্তর দিতে, এসএমএস গ্রহণ করতে এবং আরও অনেক কিছুর জন্য কমিউনিকেশন শেয়ারিং ২.০ ফিচারটি নিয়ে আসবে। ফিচারগুলি কালারওএস অপারেটিং সিস্টেমে গভীরভাবে ইন্টিগ্রেট করা হয়েছে বলে জানা গেছে।

ওপ্পো প্যাড ৩ ট্যাবলেটটি ইতিমধ্যেই চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মের অনুমোদন লাভ করেছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের উপস্থিতি নিশ্চিত করেছে৷ ওপ্পো প্যাড ৩ ট্যাবটিতে ১২.১ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকবে, যার অ্যাসপেক্ট রেশিও ৭:৫। এই ডিসপ্লে প্যানেলটি ৩,০০০ x ২,১২০ (3K) রেজোলিউশন, ৩০৪ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৯০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। ডিসপ্লেটি দ্বিতীয় প্রজন্মের ওপ্পো স্টাইলাস (Oppo Stylus) পেনও সাপোর্ট করবে বলেও জানা গেছে।

টিপস্টার আগেই জানিয়েছেন যে, ট্যাবলেটটিতে মোট দুটি ক্যামেরা থাকবে – একটি ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সামনের ক্যামেরাটি আনলক করার জন্য ২ডি (2D) ফেসিয়াল রিকগনিশন এনেবল করে।

এছাড়া, Oppo Pad 3 ট্যাবে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৯,৫১০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে এবং এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। উল্লেখযোগ্যভাবে, ব্যাটারির ক্ষমতা এবং চার্জিং স্পিড Oppo Pad 2-এর মতোই হবে বলে মনে করা হচ্ছে। ওয়্যার্ড সংযোগের জন্য, ডিভাইসটিতে ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট মিলবে।