Oppo Pad Air 2 আকর্ষণীয় পার্পেল কালারে লঞ্চ হল, জোরে সাউন্ডের জন্য পাবেন কোয়াড স্পিকার সিস্টেম

ওপ্পো গতকালই চীনা বাজারে Oppo Reno 12 সিরিজের স্মার্টফোন এবং Oppo Enco Air 4 Pro TWS ইয়ারফোনটি উন্মোচন করেছে। ইভেন্টে, ব্র্যান্ডটি Oppo Pad Air 2 ট্যাবলেটের একটি নতুন কালার অপশনও প্রকাশ করেছে, যার নাম অরোরা পার্পল (Aurora Purple)। ওপ্পোর এই ট্যাবলেটটি গত নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল এবং প্রাথমিকভাবে এটি স্পেস গ্রে ও স্ট্রিমার সিলভার কালার অপশন দুটিতে উপলব্ধ হয়। Oppo Pad Air 2 ট্যাবের সদ্য উন্মোচিত অরোরা পার্পল মডেলটি রং ছাড়া স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক থেকে অন্যান্য সংস্করণগুলির মতোই। আসুন এই কালার অপশনটির দাম ও অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।

Oppo Pad Air 2 বাজারে এল নতুন কালার অপশনে

ওপ্পো প্যাড এয়ার ২ এখন নতুন অরোরা কালার অপশনেও কেনা যাবে৷ এটির ডুয়েল-টোন ফিনিশের ব্যাক প্যানেলে একটি স্নিগ্ধ বেগুনি আভা রয়েছে। রিয়ার প্যানেলের কেন্দ্রে একটি বৃত্তাকার ক্যামেরা উপস্থিত রয়েছে। নতুন উন্মোচিত কালার অপশনটি বর্তমানে প্রি-বুকিংয়ের জন্য উপলব্ধ রয়েছে এবং এটিকে আগামী ৩১ মে থেকে বিক্রি করা হবে।

ওপ্পো প্যাড এয়ার ২ অরোরা পার্পল সংস্করণের দাম অন্য দুটি রঙের বিকল্পের মতোই। অর্থাৎ এর বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৪,৯৯৯ টাকা)। আর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৫৫০ টাকা) এবং ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৫০০ টাকা)। তবে, অরোরা পার্পল মডেলটির জন্য একটি প্রি-সেল অফার রয়েছে, যার দরুন সমস্ত স্টোরেজ অপশন ১০০ ইউয়ান (প্রায় ১,১৫০ টাকা) কমে পাওয়া যাবে।

এবার স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক। Oppo Pad Air 2 ট্যাবে ১১.৩৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ২.৪কে রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে৷ ট্যাবটিতে ডলবি অ্যাটমস সাপোর্ট সহ কোয়াড স্টেরিও স্পিকার বিদ্যমান। Oppo Pad Air 2 ফোনটি ফটোগ্রাফির জন্য একটি ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অফার করে। পারফরম্যান্সের জন্য, Oppo Pad Air 2 ট্যাবটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ সহ MediaTek Helio G99 প্রসেসরে চলে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.২ (ColorOS 13.2) কাস্টম স্কিনে চলে। Oppo Pad Air 2 পাওয়ার ব্যাকআপের জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং বড় ৮,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Ananya Sarkar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

9 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

17 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

47 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago