Poco pad 5g bis certification hints india launch

Poco Pad 5G: পোকোর প্রথম ট্যাব ভারতে আসছে, BIS-এর থেকে পেল লঞ্চের ছাড়পত্র

পোকো সম্প্রতি তাদের প্রথম ট্যাবলেট Poco Pad গ্লোবাল মার্কেটে উন্মোচন করেছে। তবে কোম্পানি নিশ্চিত করেছে যে এই ট্যাবটি শীঘ্রই ভারতের বাজারেও আত্মপ্রকাশ করবে। Poco Pad বিশ্ববাজারে শুধুমাত্র ওয়াই-ফাই কানেক্টিভিটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় তবে, মনে করা হচ্ছে যে পোকো ভারতীয় বাজারে ট্যাবলেটটির 5G সংস্করণটিও লঞ্চ করবে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Poco Pad 5G ট্যাবলেটটিকে দেখা গেল BIS সার্টিফিকেশন প্ল্যাটফর্মে

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন ওয়েবসাইটে 24074PCD2I মডেল নম্বর সহ পোকো ট্যাবলেটটিকে দেখা গেছে। এটি পোকো প্যাড ৫জি কানেক্টিভিটি ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে কারণ মডেল নম্বরটির সাথে রেডমি প্যাড প্রো ৫জি ট্যাবের মডেল কোডের খুব মিল রয়েছে। জানিয়ে রাখি, রেডমি প্যাড প্রো ৫জি 24074RPD2I মডেল নম্বর বহন করে।

প্রসঙ্গত, পোকো প্যাড ,রেডমি প্যাড প্রো এবং রেডমি প্যাড প্রো একই স্পেসিফিকেশন অফার করে। গ্লোবাল মার্কেটে পা রাখা পোকো প্যাড এবং রেডমি প্যাড প্রো ট্যাবের মডেল নম্বর যথাক্রমে 2405CPCFBx এবং 2405CRPFDx। অন্যদিকে, রেডমি প্যাড প্রো ৫জি ফোনের মডেল নম্বর 24074RPD2x রয়েছে।

স্পেসিফিকেশনের প্রসঙ্গে আসা যাক। Poco Pad ট্যাবটি Qualcomm Snapdragon 7s Gen 2 প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম দ্বারা চালিত। ট্যাবলেটটিতে ২.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক, ডলবি ভিশন এবং কর্নিং গরিলা গ্লাস ৩-এর সুরক্ষা সহ ১২.১ ইঞ্চি এলসিডি স্ক্রিন রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Poco Pad ট্যাবে ১০,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। ট্যাবলেটটিতে ডলবি অ্যাটমস অডিও সহ একটি কোয়াড-স্পিকার সেটআপ রয়েছে।