Categories: Tablets

যেমন ডিসপ্লে তেমন প্রসেসর, Red Magic Gaming Tablet বাজারে ঝড় তুলতে লঞ্চ হল

Red Magic আজ চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করে। এই ইভেন্ট চলাকালীন একাধিক গেমিং কেন্দ্রিক ডিভাইস উন্মোচন করা হয়েছে। যার মধ্যে সামিল রয়েছে – Red Magic 8S Pro স্মার্টফোন সিরিজ ও Red Magic Gaming Tablet। এই প্রতিবেদনে আমরা নবাগত গেমিং ট্যাবলেটটির সম্পর্কে আলোচনা করতে চলেছি। প্রিমিয়াম লুকের সাথে আসা এই ট্যাবে ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ১০,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। আবার গেম খেলা ছাড়াও, স্টাইলাস ও ম্যাগনেটিক কী-বোর্ড সংযোগ করে এটিকে নানাবিধ ‘প্রোডাক্টিভিটি’ কাজ করার জন্যও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি। চলুন Red Magic Gaming Tablet -এর দাম ও বিশেষত্ব সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Red Magic Gaming Tablet -এর স্পেসিফিকেশন

রেড ম্যাজিক গেমিং ট্যাবলেট স্মুথ মেটাল বডি সহ এসেছে, যা ডিভাইসটিকে প্রিমিয়াম লুক প্রদান করেছে। তবে শক্তিশালী বডি-বিল্ডের সাথে আসা সত্ত্বেও এর ওজন থাকছে মাত্র ৬১৩ গ্রাম, যা এই ট্যাবলেটকে অত্যন্ত বহনযোগ্য করে তুলেছে। এটি ৬.৫ মিমি পুরু।

ডিজাইন ছেড়ে এবার ফিচার প্রসঙ্গে আলোচনা করা যাক। Red Magic ব্র্যান্ডিংয়ের এই নয়া ট্যাবলেটে রয়েছে ১২.১-ইঞ্চির ২.৫কে LCD ডিসপ্লে প্যানেল, যা ১৪৪ হার্টজ হাই রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৬০০ নিট পিক ব্রাইটনেস, ১৬:১০ এসপেক্ট রেশিও, ১৫০০:১ কনট্রাস্ট রেশিও এবং ১০-বিট কালার সাপোর্ট করে। আবার ইউজারদের চোখ সুরক্ষিত রাখতে রেড ম্যাজিক গেমিং ট্যাবলেট ইউএল লো ব্লু লাইট আই প্রোটেকশন সার্টিফিকেশন সহ এসেছে৷

আবার পারফরম্যান্সের জন্য Red Magic Gaming Tablet -এ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর আছে। আর এটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ৫১২ জিবি রম সহ পাওয়া যাবে। এটি ৫জি কানেক্টিভিটি সমর্থন করে, যা অনলাইন গেমিং সহ অন্যান্য ইন্টারনেট-কেন্দ্রিক কাজ করার জন্য ফাস্ট তথা নির্ভরযোগ্য কানেকশন সুনিশ্চিত করবে। পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ট্যাবে ১০,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি সমর্থন করে। সংস্থার দাবি অনুযায়ী, এই ব্যাটারি মাত্র ৫৫ মিনিটে ডিভাইসকে সম্পূর্ণ চার্জ করতে সমর্থ এবং গেমিং সেশনের মধ্যে ন্যূনতম ডাউনটাইম নিশ্চিত করে।

সর্বোপরি রেড ম্যাজিক গেমিং ট্যাবলেটকে যেহেতু বিশেষভাবে গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে, সেহেতু এতে বিল্ট-ইন রেড ম্যাজিক গেম ফিচার বিদ্যমান রয়েছে। তদুপরি এতে পেরিফেরাল সমর্থন করে, যা ইউজারকে মোবাইল গেমের পাশাপাশি AAA গেম খেলার অনুমতিও দেবে। তবে গেমিং ব্যতীত, এই ট্যাবলেটকে আরো নানান কাজ করার জন্যও ব্যবহার করা যাবে বলে দাবি করেছে রেড ম্যাজিক। এটি স্টাইলাস এবং ম্যাগনেটিক কী-বোর্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ।

Red Magic Gaming Tablet -এর দাম

রেড ম্যাজিক গেমিং ট্যাবলেটকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩,৮৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ৪৪,২০০ টাকা) রাখা হয়েছে। আর উচ্চতর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ বিকল্পকে পাওয়া যাবে ৪,৫৯৯ ইউয়ান (প্রায় ৫২,২০০ টাকা) মূল্যে।

নবাগত এই ট্যাবলেটের প্রি-অর্ডার ইতিমধ্যেই লাইভ হয়েছে এবং আগামী ১১ই জুলাই থেকে এটিকে আনুষ্ঠানিকভাবে ওপেন সেলে বিক্রি করা হবে। জানিয়ে রাখি, স্মার্ট ম্যাগনেটিক কী-বোর্ডকে ৫৯৯ ইউয়ান (প্রায় ৬,৮০০ টাকা) এবং স্টাইলাসকে ৩৯৯ ইউয়ান (প্রায় ৪,৫০০ টাকা) মূল্যে কেনা যাবে, যা রেড ম্যাজিক গেমিং ট্যাবলেটের সাথে সামঞ্জস্যপূর্ণ।

প্রসঙ্গত, নুবিয়া আলোচ্য ট্যাবলেটের একটি ‘রেড ম্যাজিক গেমিং ট্যাবলেট সুপার এডিশন’ (Red Magic Gaming Tablet Super Edition) নামের বিশেষ সংস্করণও লঞ্চ করেছে, যার দাম ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৭০০ টাকা) ধার্য করা হয়েছে৷

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago